I Love You

                 


 I Love You

ভালবাসা এবং  ফ্রেন্ড এর কাহিনী

ভালবাসা এবং বন্ধুত্বের ব্যবধান

একটি মেয়ে মরার আগে 2 টি জিনিসের পরীক্ষা নিল পরীক্ষাটি হলো।

মেয়েটি মরার 1 মিনিট আগে দুইটি মেসেজ পাঠালো প্রথম এ বয়ফ্রেন্ড কে তারপরে ফ্রেন্ড কে মেসেজ পাঠালো মেসেজের মধ্যে এটা লেখা ছিল যে আমি চলে যাচ্ছি তোমার সাথে কথা বলতে চাই।

প্রথম এ রিপ্লে আসলো বয় বয় ফ্রেন্ড এর তুমি কোথায় আছো আর কোথায় যাচ্ছো আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলছি ।

আবার কিছুক্ষণ পরে আরেকটা রিপ্লে আসলো ফ্রেন্ড এর আরে আরে একা একা কোথায় যাচ্ছিস দ্ধারা আমিও যাবো তোর সাথে।

এটা পড়ে মেয়েটি একটু হাঁসলো আর বল্লো আজ আবার ভালোবাসা বন্ধুর কাছে হেরে গেল ।

এইরকম বন্ধুদেরকে সালাম জানাই।

বন্ধুত্ব ভালোবাসার থেকেও বড়ো বন্ধুত্ব আর লাভ এ অনেক বড় তফাত আছে।

আর বন্ধু বলে আমার জীবন থাকতে তোর কিছু হতে দিবো না ।

আর লাভ বলে যদি তোমার কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না।

পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টার মধ্যে কারো মতামত থাকলে কমেন্টে জানাবেন।

 পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ইমেইল দিয়ে লগইন হয়ে নিবেন।


আজকাল বেশির ভাগ সম্পর্কগুলি ভেঙ্গে
যায়
জমে থাকা অভিমান আর সন্দেহ থেকে।
একটা সম্পর্কে অভিমান,রাগ,ঝগড়া
থাকতেই পারে,
যাকে আপনি ভালবাসেন তার এইটুকু সহ্য
করতে পারবেন না,
তাহলে কি ভালবাসেন তাকে???
সন্দেহ করাটা সব চেয়ে বড় ভালবাসা,
যেখানে রয়েছে আপনার জন্য
অফুরন্ত ভালবাসা,
আপনাকে হারানোর ভয়।
আর যে আপনাকে হারাবার ভয় করে,
সেই তো আপনাকে সত্যিকারের ভালবাসে।
,
,



মেয়ে তুমি কি জানো,,তুমি হলে ফুলের মত!!তোমায় নিয়ে সাজাবো আমি,,সুখ নামের মালা শত।।মেয়ে তুমি কি বুঝো,,তোমার রূপের মায়া!!যেই মায়ায় পুড়েছে হৃদয়,, ভাসছে চোখে আবছায়া।।মেয়ে তুমি কি ভিজো,,চাঁদনী রাতে জ্যোৎস্নাতে!! যদি তুমি সঙ্গী করো,,ভিজবো দুজনে একসাথে।।মেয়ে তুমি কি স্বপ্ন দেখো,, সেই স্বপ্নে কাকে রাখো!! স্বপ্ন সেদিন হবে রঙ্গিন,, হাত বাড়িয়ে যদি আমায় ডাকো।।মেয়ে তুমি কি সঙ্গীহীন,, তাহলে আর একা কেন!!আমি আছি থাকব পাশে,,তোমার চোখের দৃষ্টি যেন।।মেয়ে তুমি কি আমার হবে,,গড়ব দুজন স্বপ্ন আশা!!সেই স্বপ্নতে ভাসব দুজনে,, দিব হৃদয়ের ভালবাসা।।



,
,
শেষে একটা কথায় বলবো
সামান্য অভিমানের জন্য,
এমন কাওকে হারাবেন না,
যে আপনাকে তার নিজের চেয়েও বেশি
ভালবাসে।
আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের
ভালবাসা পাওয়া যায় না...!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.