Bangla Love Story

পোস্ট টা কেমন হলো কমেন্টে জানাবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য জিমেইল দিয়ে লগইন হয়ে নিবেন



একটি মেয়ে,খুব চঞ্চল!
তার জীবনে একটি ছেলে আসলো!
.
ফেসবুকে তাদের পরিচয়।
ছেলেটি অজানা,অচেনা মেয়েটির প্রেমে পড়ে গেলো!
মেয়েটিকে হাজার বার,হাজার ভাবে ছেলেটি
তাকে তার ভালোবাসার
কথা বলল।কিন্তু মেয়েটা বিশ্বাস করতো না!
তাই মেয়েটি নানা ভাবে ছেলেটির ভালোবাসার পরীক্ষা নিতো।আর ছেলেটাও প্রতিবারই পরীক্ষায় সফল হতো।আর মেয়েটিও ধীরে ধীরে তাকে ভালোবাসতে লাগলো!
.
একদিন ছেলেটি বলল দেখা করবে।মেয়েটি বরাবরের মতো পরীক্ষা
নিবে ভেবে বলল তার একটা পা নেই!
তাই সে একা তো আর
আসতে পারবে না,তাই সাথে কাউকে নিয়ে আসবে।ছেলেটি রাজি হলো।
.
অপেক্ষা করতে থাকলো।
কিন্তু মেয়েটি এখনো আসছে না।ছেলেটি ফোন করলো।
মেয়েটি রিসিভ করে বলল আর একটু অপেক্ষা করতে।হঠাৎ একটা আওয়াজ ফোনে ভেসে
আসলো!
হইচই এর আওয়াজ!
ছেলেটি ভয় পেয়ে গেল।কেউ একজন মেয়েটার ফোন তুলে ছেলেটিকে বলল "এই
ফোন যার তার বড় ধরনের এক্সিডেন্ট হয়েছে!
তাকে কোলকাতা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে!
.
ছেলেটির উপর আকাশ
ভেঙে পড়লো।তাড়াতাড়ি ওই হাসপাতাল গেলো।
খোঁজ করার পর তার ভালোবাসাকে খুজে পেল।আর জানতে পারলো এক্সিডেন্ট এ মেয়েটি তার পা হারিছে।
মেয়েটি জানতে চাইলো
"তুমি কি এখনো আমাকে
ভালোবাসো?
ছেলেটি বলল যখন মিথ্যা
বলেছিলে তখন কি তোমাকে ছেড়েছিলাম?
আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি।মেয়েটি কেঁদে কেঁদে ছেলেটিকে বুকে জড়িয়ে নিলো!
.
ভালবাসার বন্ধন তো এরকম ই হয়,তাই না?

একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয়না, সেটার মর্যাদা দেওয়াটাও জানতে হয়।সম্পর্কের মূল্য বুঝতে হয়। পানি ছাড়া গাছ যেমন নিষ্প্রাণ, তেমনি ভালোবাসা বিহীন সম্পর্কও নিষ্প্রাণ।  জীবনকে অর্থবহ করে তুলতে হলে সম্পর্কের মাঝে ভালোবাসা থাকা প্রয়োজন।
ভালোবাসা স্বীকার করাটা কোনো ভুল নয়, পারষ্পরিক শ্রদ্ধাবোধ থেকেই একে অন্যের প্রতি ভালোবাসা স্বীকার করে নিতে হয়।  দুরত্ব যেমন মায়া বাড়ায় তেমনি অধিক দুরত্ব সম্পর্কের মাঝে ফাটল ধরায়। তাই সম্পর্কের মাঝে মনের টান থাকতে হয়।  যেকোনো জিনিসের প্রতি যত্ন নিলে সেটা বেশি সময় দীর্ঘস্থায়ী হয়। সম্পর্কের ক্ষেত্রেও তাই। দুজন ব্যাক্তিকেই সম্পর্কের প্রতি যত্নশীল হতে হবে। একজনের উদাসীনতায় সেখানে অন্যজনের মনের উপর বিরুপ প্রভাব পড়ে।
তাই সবার ভালোবাসা বেঁচে থাকুক স্নেহ, মায়া, অনুভুতি, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা আর সকল অস্তিত্তজুড়ে। 💜💘

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.