Bangla Love Story


কাউকে যদি ভালোবাসেন তবে তাকে সারপ্রাইজ দেবার জন্য বলেন চোখ বন্ধ করতে।

আর তখন আপনার সেই ভালোবাসার মানুষটি যদি আপনাকে বিশ্বাস করে,কোন প্রশ্ন না করে কিংবা এক বিন্দু চিন্তা নাকরে সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলে বুঝে নিবেন,

সে আপনাকে তার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসে।

.যতটুকু ভালো আপনি তাকে বাসেন তার থেকে হাজার গুনবেশি ভালো সে আপনাকে বাসে।

.আর যদি তাকে বলেন চোখ বন্ধ করো।
তখন যদি সে প্রশ্নকরে বসে কেন করবো? কি হবে করলে?কিছু গিফট দিবানাকি? ইত্যাদি ইত্যাদি।

.এই সব প্রশ্নের একটাও হলে বুঝে নিবেন সে এখনো আপনাকে মনের অন্তস্থ থেকে বিশ্বাস করতে পারেনি।

আর ভালোবাসা তো দুরের কথা।কারন বিশ্বাস এর পড়েই তো ভালোবাসা।

.তাই ভালোবাসার মানুষটাকে শুধু চোখ বন্ধ করার মত এই ছোট্ট কাজটা করতেই বলে দেখুন আপনার জন্য তার ভালোবাসা আর বিশ্বাস কতটুকু।

আসিবো কোন কালে
এস,এম,এস, তানভীর হোসাইন শুভ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
====================

কেন এত ভালোলাগে তোমায়
কেন তোমার মায়া চোখের
স্বপ্নেই আঁকো আমায়..?
কোন বিরহের সূরে তুমি বাঁধো প্রেমসূর
মন রাঙ্গা করেই চাঙ্গা
হারায় আমি দূর...!

কার বিরহে নিত্য জ্বল
কোন হৃদয়ের চিতাই,
আমিও ভাবি তোমার মত
খুঁজে নাহি পাই...!

কার স্বপনে ভাসাও তরী
উজান নদীর বুকে
সে কি জানে তার বিহনে
হৃদয় নদী শুকে.....!

কার আকাশে জোনাক দেখ
দেখ চাঁদের আলো,
সে কি জানে গোপন মনে
তুমি'যে বাসো ভালো......!

কার চোখে তুমি স্বপ্ন খুঁজো
খুঁজো আলোকধারা
সে কি বুঝে কিংবা খুঁজে
ঐ নয়নের ধারা..!

কার প্রতিক্ষায় প্রহর গুনে
আছো তুমি দাঁড়িয়ে
সন্ধ্যা মালতী নূয়ে পড়েছে
রাতেরও স্বাদ পেয়ে..!

তুমিও পড় ঘুমিয়ে প্রিয়া
নিদ্রাদেবীর কোলে,
আমি আসিবো আমার মত
ভালোবাসা দিব যত
মনের অজান্তে ভালোবেসে
নেব তোমায় তুলে..!
আমি আসিবো কোন কালে...!!!
#দুষ্টু,

"বেশি কিছু না লাইফে একটা মাইন্ড রিডার লাগে যাকে কিছু বলা লাগবে না তুমি অভিনয় করে গাধার মত হাসতে থাকলেও যে ঠিকই বুঝে ফেলবে তুমি ভালো নেই... যার কাছে সিমপ্যাথি চাইতে হবে না, চোখের দিকে তাকায়েই যে খুব যত্ন করে তোমার মাথায় হাত রাখবে !!
.
সবসময় মুখ ফুটে সব বলতে ইচ্ছে হয় না ... চোখে ঘুম থাকলেও মাঝে মাঝে চোখ বুজতে ইচ্ছে হয় না ... ইচ্ছেগুলো বড্ড অবাধ্য ... অবাধ্য ইচ্ছেগুলোকে পোষ মানাতে পারে, এমন কাউকে ভীষণ দরকার জীবনে !!
.
এমন একটা মানুষ দরকার, যে মানুষটা ইশারা দিলেই তার প্রতিবাদে তোমার বুকের ভেতরে ইচ্ছেগুলো কোন মিছিল, মিটিং, মানববন্ধন, ভাঙচুর করবে না ... ভেতরে ভেতরে সামান্য একটু বিক্ষোভের আগুন জ্বলে উঠলেই মানুষটা তোমায় ছুঁয়ে দিবে ... এক অদ্ভূত শীতলতায় তুমি শান্ত হয়ে যাবে !!
.
পৃথিবীর এক প্রান্তে হয়তো তুমি জ্বলে যাচ্ছো নিরন্তর ... অন্য প্রান্তে হয়তো কোন একটা মানুষ একরাশ শীতলতা নিয়ে চুপ করে বসে আছে ... কেউ কাউকে চিনে না, জানে না ... অথচ দুজনেরই দুজনকে ভীষণ দরকার !!
.
নিষ্ঠুর পৃথিবী কারো "দরকার" বুঝে না ... যদি বুঝতো, তাহলে সে অতটা বড় হতো না ... অনেকটা ছোট হয়ে সে দুই প্রান্তের দুটো মানুষ কে মিলিয়ে দিতো !!

যদি হঠাৎ কোনদিন গভীর রাতে তোমার ঘুম ভেঙে যায়। তবে বুঝে নিও নির্ঘুম রাত জেগে আমি ভাবছি তোমায়। যদি কখনো ঘুমের মাঝে স্বপ্নে দেখ আমায়, তবে ভেবে নিও আমি আজও ভালোবাসি তোমায়। যদি কখনো ভুল করে মনে পরে যায় আমায়, তবে ভেবে নিও আমি আজও মিস করি তোমায়। সত্যি বলছি আজও বড্ড বেশি ভালোবাসি তোমায়.....

.
@ অভিমানী শুভ,,,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.