বাংলা লাভ স্টোরি


আপনাদের এরকম বাস্তব গল্প গুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং পরবর্তী আরো দিবো কি না তা কমেন্টে জানাবেন আর এরকম পোস্ট নোটিফিকেশন পেতে জিমেইল দিয়ে লগইন হয়ে নেবেন জিমেইল দিয়ে লগইন হলে আমি যে পোস্ট দিব তা আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে

ভালোবাসার গল্প তৃতীয় পর্ব.
😓😓😓😓

এভাবে আমাদের ভালবাসা চলতে থাকে প্রায় দুই বছর। প্রেম আমার শরিরে একদিন ছুয়েও দেখেনি।আমি সবার সাথে খুভ প্রসংশা করতাম।হটাত একদিন সিলেট থেকে তার বাবা ফোন দিলেন দিয়ে বললেন ওর মা খুব অসুস্থ তাই সে রাতেই চলে গেল বাড়িতে।

আর কোন খুজ নাই। প্রায় পনেরো বিশ দিন
হয়ে যাচ্ছে।লোক মুখে শুনতে পাই সে নাকি
বিয়ে করে ফেলেছে।কথা শুনতেই বুকের মাঝে
এক ভুমি কম্প হয় তারপর ও বিশ্বাস করিনি আমি ভাবি প্রেম এমন টা করতেই পারেনা।

যাক প্রেম আবার ফিরে আসলো আমি তো অনেক খুশি। আসার পরেই প্রেমের মাঝে একটা চেইঞ্জ বুঝতে পারলাম।আগের মত হাসেনা সারাক্ষন মন খারাপ করে থাকে কারো সাথে কথা বলেনা।

মাঝে মাঝে কান্না ও করে আমি জিজ্ঞেস করলে আমাকে এড়িয়ে চলে। আমাদের ডিউটি তখন রাতে ছিল।একদিন আমাকে রেস্ট এর সময় বলল প্রেমা একটু কথা ছিল। আমি গেলাম ওখানে একটা জায়গায় সবাই রেস্ট করি সেখানে।বাকি সবাই নাস্তা করে ঘুমিয়ে
পড়ছে।

প্রেম আমাকে বলল প্রেমা নিজেকে খুব শক্ত কর আর কথা দাও আমার কথা শুনার পরে তুমি কোন পাগলামি করবে না। নিজেকে
বুঝাবে প্লিজ আমি অনেক কস্টে নিজেকে
বুঝিয়েছি।প্রেমের কথা শুনেই বুকের মাঝে
কি যেন হতে লাগলো। মনে হচ্ছে বুক চিরে
কলিজাটা কে ছিনিয়ে নিচ্ছে।

প্রেম বলল আমাকে বাড়িতে ধোকা দিয়ে নেওয়া হয়েছে। বিয়ের জন্য অনেক দিন থেকে চাপ দিচ্ছে আমি তোমার কথা বলেছিলাম যে আমি এখানে একজনকে ভালবাসি বিয়ে করলে তাকেই করবো নইলে বিয়েই করবো না। কিন্তু ওরা আমার কথাটা মেনে নেয়নি।
ওরা আমাত খালাতো বোনের সাথে আমার
বিয়ে ঠিক করে ফেলেছে।

আমি বাড়িতে গিয়ে দেখি বিয়ের গেইট লাইট
গান বাজনা নাচ সব হচ্চে আমি ভাবছি হয়তো
আমাদের বাড়িতে কারো বিয়ে লাগছে তাই আমাকে খবর দিয়ে এনেছে।আমি রাতে আর কাউকে জিজ্ঞেস করিনি সকালে বিয়ে। আমি
সকালে ঘুম থেকে উঠার আগেই মা এসে দরজায় ডকাছে।কেই প্রেম উঠ  তাড়াতাড়ি
আমি ভাবলাম হয়তো বিয়েতে যাওয়ার জন্য
ডাকছে। আমি উঠলাম দরজা খুলতেই ভাবিরা এসে আমাকে গুসল করাতে নিয়ে যাচ্ছে। আমি বললাম এসব কি হচ্ছে।

তোমরা আমাকে গুসল করাচ্ছো কেন।ওরা
বললো গাধা যার বিয়ে তাকে গুসল করাবো না তো অন্য জন কে করাবো।কি আমার বিয়ে!
সবাই কে ফেলে ঘরে আসলাম এসে আম্মুকে
বললাম এসব কি আমাকে না জানিয়ে আমার
বিয়ে ঠিক করেছো কেন।  আমিনা না বলেছি
বিয়ে করবো না। বাবা বললেন তুমি যা বলবে
তাই হবে নাকি। তোমাকে লালন পালন করে বড় করেছি আমাদের কি কোন চাওয়া পাওয়া থাকতে পারেনা।তোমার খালা কে আমি কথা দিয়েছি তার মেয়েকে আমি তোমার বউ করে
আনবো। আর তোমার খালা হঠাৎ ভিষন অসুখ হয়েগেছে।হয়তো আর বেশি দিন বাচবে না।

তাই সে জিবিতো থাকা অবস্তায় বিয়েটা দিয়ে দিতে চাই। তার জন্য তোমাকে এভাবে নিয়ে আসা।এখন আমাদের যা বলার বলে ফেলেছি।তুমি কি করবে তা তোমার হাতে।
৫ মিনিট সময় দিলাম ভেবে বল। তুমি চাইলে
আবার ঢাকায় চলে যেতে পারো। তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারো আমরা কেউ বাধা দেবো না। তবে,

যাওয়ার আগে ছেলে হিসেবে আমাদের দাফন
কাফন করে যেও। আমরা আর এই মুখ নিয়ে বেচে থাকার চেয়ে মরে যাওয়াই ভাল।

আমি এখন কি করি একদিকে প্রেমা আর একদিকে পরিবার।একজনের জন্য সবাইকে
কবর দিতে পারিনা। তাই নিজের ভালবাসা কেই কবর দিয়ে দিলাম।বিয়ের জন্য হা বলে দিলাম। আমার হ্যা তে সবার মুখে হাসি
ফুটে উঠলো সবাই কত খুশি। কিন্তু আমার
চোখের জ্বল অবিরাম ঝরছে শুধু তোমার
কথা ভেবে।

তোমাকে কি জবাব দেব তোমাকে কি দিয়ে বোঝাবো।বিয়ে করে এসে আমি আর বাড়িতে
যাইনি বাজারে এসে একা একা বসে আছি।
বাড়িতে আমার বাসর রাত আর আমি বাজারে। হঠাৎ দেখি বাবা আমার সামনে।
আমাকে জোর করে বাড়িতে নিয়ে এলেন।

আমি এসে বসে আছি ভাবিরা আসলো এসে
বললো কি দেবর বাবু বিয়ে করলে তুমি আর
বাসর করবে কে আমি রাগে ওদের কে বলেছি তদের স্বামিকে পাঠিয়ে দে। ওরা বলল আমরা
কি কি করবো দেবর বাবু।তিন জন ভাবির মধ্যে একজন কে আমি খুব ভালবাসি উনি আমাকে ছোট বেলা থেকে ই ভালবাসেন উনার কথা আমি ফেলতে পারিনা।উনি আমাকে বললেন শুন প্রেম যা হবার হয়ে গেছে পিছনের
সব ভুলে যাও এতেই তোমার জন্য মংজ্ঞল।

ভাগ্যে এমন ছিল তাই এমন হয়েছে আর মনে রেখো তোমার ভাইকেও কিন্তু আমি পছন্দ করিনি কিন্তু জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই আল্লাহর হাতে। তাই বলছি সব মেনে নাও
আর এখানে মেয়েটার কোন দুষ নাই সে কেন
সাজা পাবে। আমি তোমাকে ছোট বেলা থেকেই আদর স্নেহ করে আসছি তাই অনুরোধ
করে বলছি যাও বাসর টা ঠিক মত করে নাও
এটা জীবনে একবারই আসে।  পরে আর কি করবো না চাইতেই বাসর করলাম।

সাথেই থাকো কাল আবার আসছি..........

বাকিটা লিখতে নিজের ই কষ্ট হচ্ছে....

কি করবো আর লিখবো নাকি বাদ দিয়ে দেবো?............

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.