বাংলা লাভ স্টোরি
ভালো বাসার গল্প
দ্বিতীয় পর্ব........
আমাদের রিলেশনের দুই বছর পর একদিন প্রেম বলল এই প্রেমা চল আজ ঘুরতে যাবো সেদিন দুজনেরই ছুটির দিন ছিল।আমি বললাম কোথায় যাবে সে বলল রমনাপার্ক এ যাবো। আমি কোন দিন যাইনি তাই ভাবলাম
তোমাকে নিয়ে যাবো।অকে বিকালে যাবো।
তারপর আমরা বিকালে পার্কে ঘুরতে গেলাম।
আমার খুব প্রিয় ছিল বাদাম তাই হাটতে হাটতে দুজনেই বাদাম খেলাম। অনেক্ষন হাটলাম তারপর সন্ধা হয়ে গেল।অন্ধকার নেমে আসলো আমাকে বললো চল ওদিক টায় বসি।জায়গা তা ভিষন নির্জন আমি ভাবছি কিছু করবে টরবে মনে হয় মনে মনে আংসিক ভয় ও পাচ্ছি আবার ভাবি যা হয় হবে।
বসলাম একঘণ্টা বসে গল্প করলো প্রেম আমার সাথে। তার জীবনের সব পার্সনাল কথা পারিবারিক কথা সব সেয়ার করলো। তারপর
বললো চল যাই অনেক রাত হয়ে যাচ্ছে আমার
তো রাগ উঠে গেছে আর না হউক একটা কিস্ তো করতে পারতো। পরে আমি নিজে থেকেই প্রেম কে একটু পরিক্ষা করলাম। বললাম প্রেম আমাকে একটা কিস্ দাও না।
সে বললো শোন প্রেমা কিস্ একটা না দশটা করতে পারবো আমার কিছুই হবেনা। দুজনেই মজা পাবো। আর সেই মজায় কাল কিসের সাথে জড়িয়ে ধরবো। জড়িয়ে ধরার সাথে সাথে শরিরে আকর্ষণ হবে আকর্ষণ থেকে বিকর্ষণ হবে।পরে দুজনেই কন্ট্রোল হারিয়ে ফেলবো দুজনেই সেক্স করতে বাধ্য হব। পরে
এই বাধ্য কথা নেশায় পরিনত হবে আমরা এটা
কন্টিনিউ করতে থাকবো।পরে দেখা যাবে এটা
অভ্যাসে পরিনত হয়ে যাবে।
মজাটা কিন্তু দুজনেই পাবো ভুল টা কিন্তু দুজনেই করবো আর দুষটা শুধু আমার ঘাড়ে
পড়বে।কারন ভাগ্যের পরিহাসে যদি তোমায় আমি বিয়ে না করতে পারি তবে তুমি আমাকে
বেঈমান বলবে প্রতারক বলবে। বলবে তোমাকে আমি ব্যাবহার করেছি। আর শুধু আমাকে না ভাববে পুরা ছেলে জাতি খারাপ।
তখন তোমার মনে এটা আসবে না যে মজাটা তুমিও নিছো ভুলটা তে তুমিও সামিল ছিলে।
তাই আমি চাইনা পুরা ছেলে জাতিকে তুমি খারাপ ভাব। এইসব চিন্তা মাথায় থেকে দুর
কর।আর চল বাসায় যাই সবাই পরে বকা দিবে তোমায়। আর কিস্ টা তুলে রাখো যদি কোন দিন বিয়ে হয় তাহলে সুদে আসলে ফিরিয়ে দেবো। প্রেমের কথা শুনে আমি তো অবাক।
এত দুর্দান্ত তার চিন্তা ভাবনা আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি।সে যে এত নিখুত ভাবে
আমাকে বুঝিয়ে ছে সত্যি আমি ওর জন্য
আরো বেশি পাগল হয়ে গেছি।
আরো দ্বিগুণ বিশ্বাস বেড়ে গেছে তার উপর।
দুনিয়ার সবাই যদি আমাকে বলে এখন রাত আর প্রেম যদি বলে না এখন দিন তাহলে আমি বলবো হা এখন দিন এতটা বিশ্বাস হয়েছে তার উপর। সত্যি আমি নিজে নিজে
গর্ভ বোধ করি যে এরকম একটা ভাল মানুষ
পাইছি আমি।তার সব কথা গুলা রাইট ছিল।
এখন আমি বললাম সারা রাত তোমার সাথে কাটালেও আমাকে কেউ বকা দিবেনা কারন আমার ঘরের সবাই জানেন তোমার আমার কথা আর সবাই জানেন তুমি কেমন ছেলে।
তাই নির্ভয়ে থাকতে পারি।পরে আমরা চলে গেলাম বাড়িতে। আমি প্রেম কে নিয়ে গেলাম
আমার সাথে। সে যেতে চাইছিল না লজ্জায় আমি জুর করে নিছি। আমার মা বাবার সাথে পরিচয় করালাম রাতের খেয়ে সে তার বাসায় গেল।মা বাবার ও বেশ পছন্দ হইছে প্রেম কে
এখন আর আমাদের প্রেমে কোন বাধা নেই।
আমি পরের দিন গিয়ে আমার বান্ধবীদের বললাম পার্কের কথা গুলা ওরা শুনে তো অবাক! তারা বলে আমাদের বয়ফ্রেন্ডরা বলা
লাগেনা ওরা একটু সু্যোগ পেলেই গায়ে হাত দেয় কিস্ তো সবার সামনেই করে দেয় আরো
কত কি। কি বলবো ভাল না লাগা সত্যেও সব মুখ বুঝে সহ্য করি শুধু রিলেশন বাচানোর জন্য।আর তুই যা বলছিস সেটা সত্যি গল্প উপন্যাসের মত লাগছে। সত্যি তুই ভাগবতি রে প্রেমা।তুই প্রেম কে ঠকাস না কিন্তু।
আমি বললাম এ দেহে প্রান থাকতে প্রেমকে
ভুলা আমার পক্ষ্যে অসম্ভব। প্রেম আমার
সমস্ত হৃদয় জুড়ে এমন ভাবে আছে সেখানে
আর কেউ জায়গা পাবেনা।
বাকিটা কাল শুনাবো খুভ ঘুম পাচ্ছে সারাদিন
কাজ করে ভিষন ক্লান্ত।
সাথেই থেকো আর কেমন লাগছে বলবে কিন্তু।
......to be continue..................
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন