বাংলা লাভ স্টোরি


ভালোবাসার গল্প শেষ পর্ব 
😍😍😍😍😍

পরে প্রেম বললো এখন তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। আমি কি শাস্তি দেবো। বুকের পাজর তো এমনি তেই ভেংগে গেছে কাঁদতে কাঁদতে সারা গায়ের কাপড় ভিজে গেছে।অনেক কিছু বলতে চাইছি কিন্তু মুখ দিয়ে কান্না ছাড়া আর কিছুই আসছে না।

আমি জুরে জুরে কাঁদতে লাগলাম আমার কান্না শুনে সব মানুষ জেগে গেল। প্রেম আমাকে শুধু বলছে প্লিজ প্রেমা আর কেদনা
সবাই এসে যাচ্ছে তুমি এখন যাও আমি যাচ্ছি।

কাল কথা হবে আমি কেমনে যাবো হাত পাও শিতল হয়ে গেছে হাটতে পারছিনা। তারপর
কোন মতে আমার সেলাই মেশিনের কাছে আসছি। এসে কিসের কাজ করবো সারা রাত
কান্নাই করছি।

সাত দিন ধরে শুধু কান্না আর কান্না বাবা মা সবাই বুঝাচ্ছে তবুও মন তো বুঝ মানেনা।
এখন কাজে আসলে কাজ করতে পারিনা।
মাথায় কিরকম করে।প্রেম কে হারানোর
ব্যাথাটা যতটা না মনে লাগছে তার চেয়ে বেশি
মাথায় লেগে গেছে।

দিনে দিনে অসুস্থ হয়ে পরলাম হাটতে পারিনা কথা বলতে পারিনা। কাকে কি বলি কিছুই বুঝতে পারিনা। পুরা পাগল হয়ে গেছি।
মানসিক হাসপাতালে নেয়া হল আমাকে।
ডাক্তার বলেছে খুব বেশি আঘাতে আমি
মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। তবে
ভয়ের কিছু না দুই তিন মাস গেলে ঠিক হয়ে
যাবে।তিন মাস পাগল ছিলাম তারপর সুস্থ
হলাম।

হাসপাতালে প্রেম ও আসছিল আমাকে
দেখতে প্রায় যেত। আমার সেবা যত্ন ও করেছে। ভাল হওয়ার পর ভাবলাম প্রেম যখন বিয়ে করেছে আমি কেন পারবো না তাই বিয়ে করলাম। কিন্তু বিশ্বাস কর প্রেম কে আজও
ভুলতে পারিনি। আমার বিয়ের পর সে চলেগেল ঢাকা থেকে।শুধু ফোনে কথা হত।
আমার স্বামী ও জানতো প্রেমের ব্যাপার টা।

সে ও প্রেমের সাথে কথা বলতো। প্রেম প্রায়
দিন ফোন দিত। একদিন আমার স্বামি হয়তো কিছু বলেছে প্রেম কে সে বলেছে আমি নাকি এখনো প্রেমকে ভুলিনি তাকে এখনো চাই।

তাই প্রেম আমাকে কল দিয়ে বলেছে যা শুনেছি আর যেন না শুনি। পাগলামি করোনা আর ভাল থেকো। সেইযে রাখলো আর মোবাইল থেকে কল আসেনি তার নাম্বার টা
বন্ধ করে ফেলেছে।আমি জানি সে আমার ভালর জন্যই করেছে আমি যেন তাকে ভুলে
যাই।কিন্তু ভালবাসা কি ভুলা যায় আজো ভুলিনি।

পরে আমার স্বামী আর আমি চলে এলাম খুলনা তে ৫ বছর পর রিসিবার থেকে কল
আসে আমি ধরলে বলে প্রেমা কেমন আছো
আমি বলি ভাল আছি। জিজ্ঞেস করি কে আপনি সে বলে আমি প্রেমের বন্ধু। কন্ঠ নকল করে কথা বলে পরিচয় দেয়না।কিন্তু আমি জানি প্রেম ই আমাকে কল দেয়।

হয়তো প্রেম আজো আমাকে ভুলেনি আর আমি দুই বাচ্চার মা হয়েগেছি তবুও প্রেম কে
ভুলতে পারিনি।আর হয়তো সারা জীবনেও
প্রেমকে ভুলতে পারবো না।

শেষকথাঃ একবার যদি মন দিয়ে কেউ কাউকে ভালবেসে ফেলে তাহলে মরার আগ পর্যন্ত ভুলতে পারেনা। আমি গ্যারান্টি দিতে পারি।
ভালবাসা হয়তো দুরত্বের আড়ালে হারিয়ে যায়
কিন্তু মন থেকে ভালবাসাকে কেউ ছিনিয়ে নিতে পারেনা। কারন মন যে কারো কথা শুনেনা মন মনের কথা শুনে। হয়তো সারা দিন কর্ম ব্যাস্থতার মাঝে মনে না পড়তে পারে
কিন্তু রাতে যখন বিছানায় সুয়ে বালিসে মাথাটা লাগানো মাত্রই তার কথা একবার হলেও মনে পড়বে।

ভালবাসা হারায় না থেকে যায় মনে
যুগ যুগান্তরে রবে প্রেমের ভুবনে।
পাখির কলতানে ভোরের গগনে,
থাকবে ফুলের খুশবো হয়ে ফুলের বাগানে।
শুনবে বসন্তের কোকিলের গানে গানে।
ভালবাসা থাকবে আজিবন সব প্রেমিক প্রেমিকার প্রানে প্রানে.........

বিঃদ্রঃ অনেক ঘুম মাখা চোকে, 
অনেক কষ্ট নিয়ে বুকে, 
গল্প গুলা যাই লিখে,
তাকিয়ে তোমাদের দিকে, 
কেমন লাগলো জানিও মনেরসুখে।
আর যদি একটু সময় থাকে,
প্লিজ দোয়া কর আমাকে,
সাহি সালামতে যেতে পারি যেন
আমার বাংলা মায়ের বুকে।

      ★ আল্লাহ হাফেজ★

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.