Bangla Love Story
Bangla Story
Girl - তোমাকে বিয়ের কথা বললেই,,
ভয় পাও কেনো … ?
.
Boy - আমি যে ভালো চাকরি করি না ।
Girl- তাতে কি ?
Boy- তোমাকে যে দামী গাড়ি
করে ঘুরাতে পারবো না । যেটাতে তুমি
অভ্যস্ত।
Girl- রিক্সায় করে ঘুরাতে পারবে ? .
Boy- তাতো পারবোই।
.
Girl- নয়তো পায়ে হেঁটে'ই দুজন সারাটা শহর
ঘুরবো ।
Boy- তোমাকে যে আমি চাইনিজ খাওয়াতে,
পারবো না ।
-
Girl- ফুচকা খাওয়াতে পারবে… ?
Boy- হুমম ।
.
Girl- এতেই চলবে । নয়তো ঝাঁলমুড়ি'ই খাবো ।
.
Boy- তোমার জন্মদিনে যে পার্টি দিতে
পারবো না। .
.
Girl- তাতে কি …? আমার কপালে চুমু দিয়ে
বলতে পারবে না "Happy Birthday" লক্ষী বউ" ।
.
Boy- 'আমিতো সেটাই চাই' । কিন্তু যদি দূরে
থাকি …?
Girl- তোমার ছোট্ট একটা এসএমএস'ই যথেষ্ট ।
.
Boy-তোমাকে যে বিশাল আলিশানে রাখতে
পারবো না ।
Girl -তাতে কি… ছোট খাট আর ছোট ঘর হবে ?
.
Boy - হুম ।
.
Girl- নয়তো কুঁড়ে ঘরেই চলবে । উঁকি দিয়ে
বেড়ার ফাঁকে চাঁদের আলো দেখবো, দুজন
মিলে ।
.
Boy- সবসময়, ভালো খাবারের ব্যবস্থা যদি
করতে না পারি …
.
Girl- তাতে কি ? ডাল আর ভাত হবে তো ?
.
Boy- তাও যদি না হয় ?
Girl- দুজন না খেয়েই থাকবো ।
.
Boy- বোকা মেয়ে ! ভালোবাসার মানুষটিকে
না খাইয়ে রাখতে পারবো … ?
Girl- লক্ষী সোনা আমার।
.
Boy- বিশ্বাস কর আমি সত্যিই পারবো না ।
Girl- কি আমার সাথে পায়ে 'পা' মিলিয়ে
হাঁটতে… ?
.
Boy- না ।
Girl- ঝাঁলমুরি খাওয়াতে … ?
.
Boy- না … !!
.
Girl- কুঁড়ে ঘরে রাখতে ?
Boy- না ।
.
Girl- তবে কি ?
-
Boy - """পারবো না আমি ছাড়তে তোকে""",,,
একটি ছেলে মারা
যাবার
৩ মিনিট আগে
২টা মেসেজ
করলো............!!!
একটা তার
প্রেমিকা কে এবং
আর একটা তার বন্ধু
কে......!!!
..
..
""ছেলেটা দুইটা মেসেজ
এই বলল :
```আমি চলে যাচ্ছি ```
..
..
প্রথম উওর
প্রেমিকা--
'তুমি কোথায় যাচ্ছো ?
ঠিক
আছে পরে কথা হবে।
এটা শুনে ছেলেটি কষ্ট
পেলো.....!!!
..
..
দ্বিতীয় উওর বন্ধু
-
-
'আরে শালা একা
কোথায়
যাচ্ছিস ?
দাঁড়া আমিও আসছি।
এটা শুনে ছেলেটি
হাসলো এবং
বললো.......!!!
..
..
আজ আবার প্রেম...
বন্ধুত্বের
কাছে হেরে গেল......!!!
..
..
তাই বন্ধু ছাড়া Life
Impossible
'''কমেন্ট না করলে
পরিচিত হওয়া
যায় না''
.
মন্তব্য জানাতে ভুলবেন না।..
ভালো লাগলে শেয়ার করুন। 👌
পরবর্তী পোস্ট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে একটিভ থাকুন।
একবার এক লোক টাকার একটি থলে চুরি করে পালিয়ে আসল। পথে নামাজের সময় হয়ে গেল।সে নামাজের জন্যা মসজিদে গেল।ইমাম সাহেব নামাজে যে আয়াতটি পরতেছিল তার আথ হল।[হে মূসা তোমার ডান হাতে কি]চুর বেচারার নামও ছিল মূসা।চুরটি ভাবলল মনে হয়। ইমাম সাহেব জাদু জানে। তা না হলে সে কি করে জানে। যে আমার হাতে চুরির মাল।তাই তারাতারি চুরটি টাকা ফেলে দিয়ে পালাল।
..কিতাব..রওজাতুল আদব..
. ইতি... {দুঃখ লিখক...}
বড় মেয়ে লক্ষী 😊
মেজো মেয়ে শয়তান 😜
সেজে মেয়ে হারামি😃
ছোট মেয়ে ঢঙ্গী 😡😒
একমাত্র মেয়ে Harkipta😉
বালিকা.....তুমি কত নাম্বারে আছো 😂???
বালিকা তোমরা কম্মে সারা দেও দেহি
#শুভ,,,,
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন