বিশ্বাসের একটা গল্প বলি


বিশ্বাসের
একটা গল্প বলি,

একটা ওয়াইফ তার হাজব্যান্ডকে বললো “তুমি আমাকে কতোটা ভালোবাসো তার একটা প্রমাণ দাও” ছেলেটি তো মহাচিন্তাতে পড়ে গেল যে কি প্রমান দেওয়া যায়??!!

সারাদিন চিন্তাতে চিন্তাতে অফিস থেকে ফেরার পথে এক স্টিক রজীনগন্ধা এনে উপহার দিয়ে বললো “এতোটা ভালোবাসি” আর ওয়াইফ মুখ ভার করে বললো “কাল সকালেই এই ফুল তার সুবাস হারাবে তখন তো ভালোবাসাও হারাবে!”

এরপরের দিন হাজব্যান্ড দুপুরে তাকে লাঞ্চ করাতে শেরাটনে নিয়ে গেলে ওয়াইফ বললো “এই খাবার তো রাতেই পেট থেকে হজম হয়ে যাবে তখন আবার খিদে লাগবে, ভালোবাসাও তো এমনি করে একটি সময় পর ফুরিয়ে যাবে”!

এরপর হাজব্যান্ড একে একে তাকে রক্ত দিয়ে লেখা লাভ উইশ লেটার, নেকলেস, আইফোন, নিজের সকল সম্পত্তি উইল করে দিলেও ওয়াইফ তাতে অজুহাত খুজে বের করলো। এরপর একদিন হাজব্যান্ড তাকে নিজের বুক চিড়ে কলিজা বের করে দিয়ে বললো এতোটা ভালোবাসি তোমাকে…..এরপর মারা গেল।

ওয়াইফ কলিজাটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বললো “একটু পরই তো এটা পচে দূর্গন্ধ বের হবে, ভালোবাসা কি আসলে এমনি পচা?”

হ্যা….আপনি যদি বিলিভ না করেন তবে দুনিয়াতে  ভালোবাসা কেন আবেগ,অনুভূতিও নেই;

ইংরেজিতে একটি কথা আছে যেঃ-

 উইথ আউট বিলিফ দিস ওয়ার্ল্ড ইজ নাথিং লাইক এ বিগ জিরো!(Without Believe This World is nothing Like a big Zero )
#collected

মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি আপন করে কাছে পেতে ইচ্ছে করে ।

ইচ্ছে করে মন খুলে বলি তাকে মনের গহিনে লুকিয়ে রাখা প্রতিটা অনুভূতি,

ভালবাসার মিষ্টি মধুর প্রলাপ –

যে কথাগুলো তাকে বলার জন্য সাজিয়ে রেখেছি বুকের
ভেতর অনেক যত্ন করে ।

যে অনুভূতি গুলো আমার স্বপ্ন দিয়ে রচনা করেছি
শুধুই তার জন্য ।

কোন একদিন মেঘলা বিকেলে যদি থাকি পাশাপাশি দুজন ,অথবা ঝুম বৃষ্টিতে তার হাত ধরে ভিজি
কোন এক বর্ষায় ,

কিংবা নিঝুম রাত্রিতে কল্পনার ছেঁড়া সুতোয় সপ্নের
মালা গাঁথি একসাথে –

একবার জানাই তাকে আমার মনের খবর । কান পেতে শুনুক
সে আমার হৃদয়ের কম্পন,যার প্রতিটা স্পন্দনে শুধু তার নাম ।

অনুভব করুক সে আমার দীর্ঘশ্বাস , যাতে শুধু তাকে
বলতে না পারার যন্ত্রণা ।

একবার শুধু তার দুহাত ধরে চোখে চোখ রেখে বলি –ভালবাসি ,ভালবাসি শুধু তোমাকে ।

.
তুমি রেগে গেলে যে তোমার রাগ ভাঙানোর জন্য ব্যকুল হয়ে পড়ে, সে তোমাকে অনেক ভালোবাসে।
.
তোমার ফোনটা ওয়েটিং পেয়ে যে মনে ব্যথা পায়,
সে তোমাকে ভালোবাসে <3
.
তোমার পাশে অন্য কাউকে দেখে যার চোখে জল নেমে আসে
সে তোমাকে ভালোবাসে।
.
তোমার ব্যাথাই যে ব্যাথিত হয়,
সে তোমাকে ভালোবাসে।
.
যে সারাটা দিন কারনে অকারনে তোমাকে ডিষ্টার্ব করে
সে তোমাকে ভালোবাসে।
.
তোমার সবদিকটাই যার ভালো লাগে
সে তোমাকে ভালোবাসে।
.
তুমি কষ্ট পাবে ভেবে যে নিজের কষ্ট চেপে রেখে
তোমার সাথে হেসে কথা বলে,
সে তোমাকে ভালোবাসে....
শুভ,,,,,,,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.