বাংলা লাভ স্টোরি ব্রেকাপ
Please Valo Lagle Comment Korben
ব্রেকাপ!!
এমন একটা জিনিস।যা হয়ে থাকে মূলত ভুল বোঝাবুঝি থেকে,কারো স্বার্থপরতা থেকে,আবার কারো বেইমানি থেকে।কেউ আবার ব্রেকাপ নেয় কোনো উপায় না দেখে।কেউ আবার করে ভালবাসার মানুষটার ভালর জন্য।
ব্রেকাপের পরে কেউ হয়ে যায় কবি,কেউ হয় লেখক,কেউ করে নেশা।কেউ বা আবার মেয়েদের জীবন নিয়ে খেলাতে নেমে যায়।
কারো আবার মেয়েদের উপর থেকেই বিশ্বাস উঠে যায়।সব মেয়েকে বেইমান মনে হয়।
কেউ ব্রেকাপ হওয়ার পর গুটিয়ে যায়।
কেউ বেশি বেশি করে হ্যাংআউট করে।কেউ বা আবার আত্মহত্যা করে।😫
কেউ আবার পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়।কারো বেচে থাকার ইচ্ছা মরে যায়,কিন্তু মরতে পারে না ভয়ে।
কেউ নতুন করে জীবন শুরু করতে চায়,নতুন কাউকে আপন করতে চায়।কিন্তু তার সেই আগের ভালবাসার মানুষটার কথা মনে পড়ে যায়।
ব্রেকাপের পরের সময়টা বড় অদ্ভুত।সময়টা যেন পার হতেই চায় না।অতিরিক্ত ফ্রাস্ট্রেশন নিয়ে মানুষ বেচে থাকে।
যারা একবার নিজেকে ঠিক করে নিতে পারে,তারাই হয়তো বুঝে যায় ভালবাসা কি জিনিস।
তারাতো ভালবাসার মূল্য দিতে জানে!!কিন্তু তাদের ভালবাসার মূল্যটা কেউ দিতে জানলো না।
#শুভ....
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন