বাংলা লাভ স্টোরি

পৃথিবীতে অনেক মানুষ আছে....
অনেকেই অনেককে ভালবাসে
প্লে বয় আর ধোঁকা দেওয়া মেয়ে ছাড়াও অনেকেই আছে...যারা পার্কে রং ঢং করে শরীরের সাথে শরীর মিশানোর জন্য ভালবাসে না... ♥♥
তাদের রিলেশন গুলো অনেক হাই লেভেলের হয় না... না হয়ত মাসে একবার তারা রেষ্টুরেন্ট এ যায়...না বছরে...তাদের প্রেম গুলো দু রাস্তা একসাথে বাদাম খেয়ে খেয়ে হাটতে হাটতে চলে যায়...মোবাইলে বেলেন্স থাকলে হয়ত সারারাত কথা হয়...আর না থাকলে হয়ত তারা একে অপরের কথা ভেবেই কাটিয়ে দেয় সারারাত...♥♥
কিন্তু এটি তৃপ্তি মিটায় তৃপ্তি মিটায় দুজনারই...ভালবাসে....তারা দিন-রাত...সকাল-বিকাল...সন্ধ্যা-দুপুর...শুধু ভালবাসে♥♥
কারণ তারা শুধু এটা পারে..আর পারে না কোন কিছুই.. টাকা দিয়ে তাদের ভালবাসা কিনা যায় না..😊😊
কিন্তু আফসোস চাইলেই সব কিছু হয় না... জীবনে অনেক কিছুই কুৎসীত থাকে...ভাল জিনিসের উপর কারও না কারও নজর পরেই♥♥
তাই হয়... গুছানো জীবনটা হঠাত করে অগুছালো হয়ে যায়...আশানুরূপ ফল সবকিছুর পাওয়া যায় না 😊😊
ঔষধটা খেতে কষ্ট হলেও নাক বন্ধ করে গিলতে হয়ই... সত্য তুমি নিজে চোখে দেখার সাহস রাখ আর না রাখ ঢুকি চিপে হাত গুটিমুটি করে হলেও তা মানতে হয়ই
সব সুন্দর পাতার ইতিও সুন্দর হবে এমন কোন কথা নেই..
শুনতে ভাল না লাগলেও এটা সত্য..
"সব ভালবাসার পরিণতি বিয়ের স্টেজটা পর্যন্ত যায় না" :-( সত্যি কথা বলার চেষ্টা করেন,,,,,, যারা,মিথ্যা কথা বলেন তাদের কে বলছি)জীবন সুন্দর হবে,,,,,,

ইংরেজি অনার্সে পড়া ছাত্র রিক্সাচালক – জীবনের গল্প
​না পড়লে ১০০% মিস করবেনঃ-
.
মেয়ে: এই রিক্সা যাবেন?
রিক্সাওয়ালা: কই যাইবেন মেডাম?
মেয়ে: Rajuk Uttora Model College……!
রিক্সাওয়ালা: চলেন…….
.
মেয়েটা রিক্সায় ওঠে ফোনে কথা বলতেছিল আর মাঝে মাঝে ইংরেজী শব্দ
ব্যবহার করতেছিল।
রিক্সাওয়ালা তার ইংরেজী কথা শুনে মাঝে মাঝে হেসে ফেলছে…!
মেয়েটা বিষয় বুঝতে পেরে রেগে ক্ষেপে গেল এবং বললো থামুন,আমি নামবো।আপনার রিক্সায় আমি যাবো না!
রিক্সাওয়ালা: ক্যান মেডাম, যাইবেন না ক্যান?
মেয়েটা রাগের মাথায় রিক্সা থেকে নামতে গিয়ে রিক্সার একটা পেরেকের
সাথে লেগে মেয়েটার ওড়নাটা ছিরে গেল!
মেয়ে: Go To Hell…..!
রিক্সাওয়ালাঃকি বলেন, মেডাম আমি তো কিছু বুঝতে পারলাম না!
মেয়েঃDoes You Know The Price Of This Dress?
ও তুমিতো আবার ইংরেজী বুঝ না।কখনো এতো দামের পোষাক দেখেছো।তোমার জন্য আমার ওড়নাটা ছিড়ে গেল।অশিক্ষিত গ্রাম্য ভুত!
ছেলে: No I Have Never Seen.I’m illiterate,so
what?.You Have Made A Mistake.You Have
Told,Does You Know The Price Of This Dress.!
This Sentence Is Not Correct.The Correct
Sentence,Do You Know The Price Of This Dress?
Got it.Don’t try To Underestimate Angone Ok?
মেয়ে: আপনি ইংরেজী জানেন?
রিক্সাওয়ালা: হা জানি! আমি ইংরেজীতে অনার্সের একজন ছাত্র।আমার বাবা খুব অসুস্থ থাকায় সংসার চালাতে এখন আমি রিক্সা চালাইতাছি।যতদিন পযর্ন্ত বাবা সুস্থ না হয়!
মেয়ে: তাহলে গ্রাম্য ভাষায় কেন কথা বলেন?
রিক্মাওয়ালা: কারণ,এটা আমার মূল,আমি আমার মূল থেকে আলাদা হতে চাই না!
শিক্ষাতে আমি আমার নিজের ভিতরে লালন করি।শুধুমাত্র ইংরেজী বলে Modern হওয়ার জন্য আমি শিক্ষা গ্রহণ করতে যাই না!
মেয়ে: আপনি কি বলতে চাইতেছেন?
ছেলে: আপনি একজন শিক্ষিত হয়েও সহজ কথাটা বুঝতে পারলেন না?
.
মেয়েটা তখন যেন বোবা হয়ে গেল।কি বলবে বুঝতে পারতেছে না। লজ্জায় মাথা নিচু করে থাকলো।
মেয়েটা তখন বললো আমাকে ক্ষমা করে দেন! আমি আর কখনো এই রকম ভুল করবো না।
রিক্সাওয়ালা বললো,আমি কিছু মনে করি নাই। মানুষকে কখনো অপমান করবেন না।আর আমার বাবার জন্য দোয়া করবেন,এই বলে রিক্সাওয়ালা ভাড়া না নিয়ে চলে গেল!
.
👇
I'm Tanvir Hossain Shuvo😍

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.