মেয়েদের পিছু ছেলেরা
একটা মেয়েকে তোমার খুব ভালো
লেগেছিলো। তখন থেকে তুমি তার পিছু
নিয়েছিলে। তাকে বারবার বিরক্ত করেছিলে।
তোমার প্রতি মেয়েটির বিন্দুমাত্র আগ্রহ
ছিলোনা। কিন্তু তুমি ছিলে নাছোড়বান্দা,
তুমি জানতে মেয়েটির পিছু লেগে থাকলে
একদিন ঠিকই তার মন গলে যাবে। এজন্য
তুমি কখনো তার পিছু ছাড়োনি। তোমার
প্রতি মেয়েটির মায়া জন্মানোর জন্য
সবকিছুই করেছিলে। অবশেষে তোমার মিশন
সাকসেসফুল হলো। তোমার প্রতি তার মায়া
জন্মাতে শুরু করলো।
.
মেয়েটি যা যা পছন্দ করতো তুমি ঠিক তাই
করতে। মেয়েটা তোমার এই ভালোবাসা দেখে
অবাক হতো, তোমাকে বিশ্বাস করতে শুরু
করলো। এভাবে খুব অল্প সময়ের মাঝেই
তুমি মেয়েটির মন পুরোপুরি পেয়ে গেলে।
তারপর মানুষটাকে কিছুদিন ভালোবাসার
রঙিন স্বপ্নে বিভোর করলে। তার সাথে
অনেক রোমান্টিক সময় কাটালে। কখনো
রিক্সায় করে শহরটা ঘুরেছিলে, কখনো
পার্কে বসে একসাথে বাদাম খেয়েছিলে,
কখনো বা হাত ধরাধরি করে বৃষ্টিতে
ভিজেছিলে।
.
মেয়েটা তোমার কাঁধে মাথা রেখে তোমার বউ
হওয়ার স্বপ্ন দেখতো। তোমাকে জীবনের
প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে ফেলতে শুরু
করলো। ঠিক তখন থেকেই তুমি তোমার
জীবন থেকে মেয়েটিকে সরিয়ে ফেলতে শুরু
করলে। কারণ মেয়েটিকে তুমি শুধু পটাতে
চেয়েছিলে, ভালোবেসে সারাজীবন ধরে
রাখতে চাওনি। মেয়েটিকে তোমার পটানো
হয়ে গেলো আর অমনি তুমি তার হাতটা ছেড়ে
দিলে। কাউকে ভালোবাসার অধিকার
তোমার আছে। কিন্তু কাউকে মিথ্যা স্বপ্ন
দেখিয়ে এতদূর এসে মাঝপথে তার হাত ছেড়ে
দেওয়ার অধিকার তোমার নেই।
.
মেয়েটা ইচ্ছে করেই তোমার জীবনে আসেনি
বরং তুমিই জোর করে তার জীবনে
ঢুকেছিলে। কখনো কি ভেবেছো মেয়েটি
এখন কেমন আছে? কিভাবে তার সময় কাটছে
কখনো কি ভেবেছো? নাহ!! তুমি এসব
ভাববে কেনো? তুমি তো কোনো অন্যায়
করো নাই। অন্যায় তো ছিলো মেয়েটির,
কারণ সে তোমার অভিনয়টা বুঝতে পারেনি,
তোমার কৌশলটা বুঝতে পারেনি। তাই
অনিচ্ছা স্বত্বেও তোমার সাথে তার
জীবনটা জড়িয়ে ফেলেছিলো। তোমাকে
অন্ধের মতো বিশ্বাস করেছিলো...!!
.
মেয়েটি আজ ভালো নেই। কিন্তু একদিন
ঠিকই ভালো থাকা শিখে যাবে। একা একা
বেঁচে থাকা শিখে যাবে। আবেগ গুলোকে পাশে
সরিয়ে বাস্তবতার পথে হাঁটা শিখে যাবে।
আজ থেকে ৫ বছর পর এই মেয়েটিকে তুমি
চিনবেনা। এই মেয়েটির সাথে ৫ বছর আগের
মেয়েটির কোনো মিল খুঁজে পাবেনা। সেদিন
তুমি নিজের ভুলের জন্য কাঁদবে,
অনুশোচনায় পুড়বে, বারবার তাকে ফিরে
পেতে ইচ্ছে করবে। কিন্তু মেয়েটি সেদিন
আর ফিরবেনা। শুধু তোমার দেওয়া
কষ্টগুলো তীব্র থেকে তীব্রতর হয়ে
তোমার কাছেই ফিরে আসবে...!!
[[আপনার মতামত কমেন্ট করুন,
আর হা সত্যি আমি এরুকোম ছেলে না&শুভ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেক বেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।(শুভ)
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন