দুষ্টু প্রেমের মিষ্টি গল্প
দুষ্টু প্রেমের মিষ্টি গল্প
শুভ----শুভ সকাল
নিলা----শুভ সকাল ২
শুভ----কাল রাতে আমি অনলাইনে ছিলাম না।এতো রাত তুমি অনলাইনে কি করেছো??
নিলা----ফ্রেন্ড দের সাথে কথা বলছি।
শুভ----আযিব মেয়ে তো তুমি।ফ্রেন্ড দের সাথে কথা বলছো তাই বলে এতো রাত.......!আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি অন্যন্য কারো সাথে টাংকি মারো।
নিলা---এই তুমার ভালো বাসা।আমার উপর কি এই টুকু বিশ্বাস নেই তুমার?
শুভ----জানি না।তবে আজ এটা বুঝতে পারলাম,,আমি না থাকলে ও তুমার কোন সমস্যা হবে না।
নিলা---মানে?
শুভ---আমি না থাকলে তুমি তুমার ফ্রেন্ড দের সাথে ভালো ভাবে আড্ডা করতে পারবে।
নিলা---সামান্য বেপার নিয়ে এতো রেগে যাওয়ার কি আছে।যাও এখন থেকে আমি আরো বেশি করে আড্ডা মারবো (অভিমান করে)
শুভ---হে তাই করো।আমি চলে যাবো তুমার জীবন থেকে।
নিলা----তুমি কেন যাচ্ছো,, আমিমি নিজেই চলে যাচ্ছি তুমার জীবন থেকে।ভালো থেকো।
তার পর নিলা অফলাইনে চলে গেলো।
(এক ঘন্টা পর)
শুভ---সরি
নিলা---কেনো...
শুভ---ঝগড়া করছি তাই।
নিলা---লাগবে না সরি বলার😞😞😞
শুভ---আমি তুমাকে ছাড়া থাকতে পারবো না সোনা।প্লিজ অনলাইনে আসো।
নিলা---না আসবো না।খালি খালি অযথা রাগ দেখাও আমার উপর।
নিলা---আর কোন দিন ও নিলা নামের কেউ তুমার উপর রাগ দেখাবে না।
শুভ---রাগ না করলে কি হবে,,আমার জান পাখি রাগ করবে😂😂😂😂
নিলা---কে তুমার জান পাখি???
শুভ--তুমি আমার জান পাখি....😂😂😂
নিলা----আহারে,,,😍😍😍😍😍আমি কারো জান পাখি না।
শুভ----কি বললা,,ওকে ফোন রাখলাম,, আর কখনো বলবো ন তুমি আমার জান পাখি।
নিলা----এই না সোনা রাগ করো না।আই লাভ ইউ সোনা।
শুভ----কিন্তু আই হেট ইউ ফাজিল😂😂😂😂
(অনেক সময় হেট ইউর মাঝে ও লুকিয়ে থাকে ভালো বাসা। যা শুধু প্রিয় মানুষ গুলো অনুভব করতে পারে।)
আপনি কি ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছেন?
:
খুব কষ্ট হচ্ছে?
:
জীবন নিয়ে অনেক দ্বিধাগ্রস্থ?
:
নেশা করছেন?
:
পড়ালেখায় মন বসছে না?
:
যাযাবরের মত সময় কাটাচ্ছেন?
:
মরে যেতে ইচ্ছে করছে?
.
.
আপনার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তবে আপনাকে বলছি...
.
..
...
তুই ছেলে কিংবা মেয়ে যাই হোস না কেনো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো!
.
কার জন্যে জীবনটা নষ্ট করবি??? যে তোর কথা না ভেবে স্বার্থপরের মতো পালিয়ে গেছে???
.
তুই কি জানিস যে তোর বাবার কাছে তুই রাজকুমার???
.
তুই কি জানিস যে তোর মায়ের কাছে তুই সাঁত রাজার ধন???
.
তুই কি এটা ভুলে গেলি তোর মা তোক দশ মাস দশ দিন গর্ভে নিয়ে কতটা যন্ত্রনা ভোগ করেছে???
.
দুইদিনের একটা ছেলে কিংবা মেয়ের জন্য বাবা মায়ের এত বছরের ভালোবাসাকে ভূলে যেতে পারবি???
.
আরে পাগলা এত ভাবছিস কেন!? একটা গেছে আরেকটা আসবে।
এটা আধুনিক যুগ।লাইলী-মজনুর নয়!
.
তুই যদি মরে যাস তবে ছেড়ে যাওয়া মানুষটি কি বলবে জানিস? -"বাব্বা একটুর জন্যে বেঁচে গেলাম!"
.
পারলে জীবনে বড় কিছু করে দেখা। তখন সেই মানুষটিই বলবে- "ইসস!কেন যে তাকে ছেড়ে এসেছিলাম সেদিন!"
:
:
পারলে কিছু করে দেখাও বস!
#শুভ,,,,
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন