বাংলা লাভ স্টোরি যখন দেখবেন আপনার সেই প্রিয় মানুষটা
♠
যখন দেখবেন আপনার সেই প্রিয় মানুষটা-
♪
১. মেসেজ দিচ্ছেন কিন্তু সিন করে
রেখে দিচ্ছে কিংবা ৫/৭ মিনিট পরে
উত্তর দিচ্ছে,
২. মেসেজের উত্তরে শুধু হ্যা/না ছাড়া
আর কিছুই বলছে না;
৩. শুধু আপনি মেসেজ দিলেই সে উত্তর
দিচ্ছে, নিজের থেকে কোনো মেসেজ
দিচ্ছে না;
৪. মেসেজের উত্তরে অল্প-স্বল্প
বিরক্তিভাব প্রকাশ করছে;
৫. ফোন করছেন কিন্তু ফোন তুলছে না,
ফোন তুললেও ব্যস্ততা দেখিয়ে কেটে
দিচ্ছে;
৬. ফোন তুলছেও না, আবার পরবর্তীতে
ফোন ব্যাকও করছে না;
৭. নিজের থেকে আপনার কোনো খোঁজ
খবর নিচ্ছে না;
তখন পৃথিবীর সমস্ত যন্ত্রণাকে বুকে চাপা
দিয়ে আপনি মেনে নিন- আপনার সেই
মানুষটা এখন আর আপনার নেই।।।।
লিখবোনা বলেছি কত,,
তবু লিখছি অবিরত।।
কেন এমন হচ্ছে মনে,,
তুমি আছো প্রতি চরণে।।
সময় কাটে নিঃসঙ্গতায়,,
লিখা গুলো বিরহ ব্যাথায়।।
যখন ভাবি তোমার ছবি,,
কল্পনাতে হয়ে যায় কবি।।
লিখা শুধু ভাব প্রকাশে,,
নয় তা প্রেম বিলাসে।।
ক্ষণিকের মোহ কেটে যায়,,
লিখার মোহ কিভাবে কাটাই!!
প্রতি লিখায় টানছি তোমায়,,
যা শুধু স্মৃতির পাতায়।।
স্মৃতিগুলো লিখা হয়ে,,
বিরহ গুলো যাচ্ছে বয়ে।।
বিন্দু আজ সিন্ধু হলো,,
নিন্দুকেরা বিদায় নিলো।।
ভাল খারাপ মিলেই জীবন,,
লেখা গুলো হচ্ছে তেমন।।
যাব একদিন বিদায় নিয়ে,,
পাবেনা আর খুঁজতে গিয়ে।।
আমার লেখা আমার স্মৃতি,,
যদি বাড়ায় মনে প্রীতি।।
লিখব আরো এই আশাতে,,
আসব আবার ভালবাসাতে।।
#অভিমানি আজ দেখতে দেখতে প্রায় এক বছর চার মাস হয়ে গেল তোমায় দেখিনা।জানি না কেমন আছো তার পরেও আশা রাখি ভালই আছো।। খুব জানতে ইচ্ছে হয় তুমি কি আগের মতই ছেলেমানুষি আছো নাকি বদলে গেছো।ভুলতে পারিনি আজও ভুলিনি তোমায়।।কি করে ভুলে যাবো বলো।।জীবনে প্রথম প্রেমের পরশ কি কেউ ভুলতে পারে।। খুব ভালবেসে ছিলাম তোমায় এখনো বাসি কিন্তু তা গুপনে।।জানি তুমি এখন আমার ধরা ছুয়ার বাহিরে তবুও আমি তোমাকে সব সময় অনুভব করি।।।এখনো আমি চোখ বন্ধ করলে তোমার হাসি মাখা মুখটি দেখতে পায়।কত দিন তোমায় জান বলে ডাকি না।।হে আমি সত্তিই খুব কষ্টে আছি তুমি ছাড়া।। ভাবতে অভাক লাগে কি করে তুমি করলে নিঠুর ছলনা। তাহলে কি তোমার প্রেম মিথ্যে ছিল।।।কি ভুল ছিল আমার তা আমি আজও জানতে পারিনি।।জানি ভুলটা তোমারি ছিল তবুও আমি দুশি হলাম।।আমি চায়বো না আর কোন মেয়ে আমার জীবনে আসুক।। কারন আমি আর কোন মেয়েকে ভালবাসতে পারব না।।কি করে পারবো বল আমার সমস্ত রিদয় জুরে যে তোমার বসবাস।।।। আমি সারা জীবন একা একা তোমায় ভালবেসে যাব আর মহান আল্লাহর কাছে দোয়া করবো জেন তোমাকে সারা জীবন সুখে রাখে।।।।।।
।।।।।S।।।।।।।।স্বপ্নহীন শুভ।।।।।R।।।।।।।।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন