বাংলা লাভ স্টোরি ছেলেরাও হতে পারে জিনিয়াস
ছেলেরাও হতে পারে জিনিয়াস! কিভাবে?? ঘটনাটা পড়লে বুঝতে পারবেন। পড়ে দেখুন একবার
এক আপুর সাথে চ্যাট করলাম . . . . .
আমি : Hi আপু. .
মেয়ে : (No reply)
আমি : Hlw আপু. . . . .
মেয়ে : (No reply)
আমি : আপু কি খুব bg।
মেয়ে : (No reply)
আমি : শোনেন আপু আমি আপনার সাথে
চ্যাট
করতে চাই না শুধু বলতে চাই আপনার
Boy friend
আমারGirlfriend কে disturb করে
কেন?
মেয়ে : কি
আমি :(no reply)
মেয়ে : এই যে ভাইয়া কি বল্লেন?
আমি : (no reply)
মেয়ে : ভাইয়া শুনেন না প্লিজ . . .
হাহাহাহাহা মেয়েদের ও বুঝায়
দিলাম
আমরাও পারি.....আমদেরকে দুর্বল মনে
করবেন না...
প্রকৃত ভালবাসায় রাগারাগি থাকবেই,,
তারা এটা জানে একে অপরকে ছাড়া অনেক কষ্ট হবে।
সবথেকে ভালো লাগে, যখন
ভাল লাগা,, মানুষটির কিছু হলে,, জানে কিছুই করতে পারবে না,, তারপর ও একটা আলাদা অনুভূতি কাজ করে,যতই রাগ থাক,তাও চোখ ভেজা নিয়ে মিষ্টি শাসন,,
# কতো বার বলছি এটা করো না, ওটা করো না, নিজের যত্ন নিতে, কে কার কথা শুনে, তুমায় নিয়ে যে কই যাব।
একটু মিষ্টি ভালবাসায়,
খাওয়ার পরেও বলবে তুমি না খেলে আমিও খাবোনা আজ।
সত্যি অনেক ভালো লাগে,,
প্রিয় মানুষটির মিষ্টি শাসন,,
সত্যিই বেছে থাক ওই ভালবাসার প্রিয়ো মানুষ গুলো অমলিন হয়ে সৃতির পাতায়...
আমার অনেক ইচ্ছে ছিল, 🤔
তোমায় নিয়ে হারিয়ে যাবো
নীল আকাশের তারা হবো,
তোমার গলার মালা হবো।😉
তোমার মনের আঙ্গিনাতে,
ছোট্টখানি বাগান হবো।
রাতের আকাশ কালো হলে,🌅
জোঁছনা দিয়ে সাজিয়ে দেবো।
আমি তোমার হাসি হবো, 😊😊
ঠোঁটের কোনায় আটকে রবো।
ভুলেও যদি কান্না করো, 😥
আলতো করে আদর দেবো
আমি তোমার সবটি হবো,
তোমার হৃদয় জুড়ে রবো।
তুমি যদি থাকতে পাশে, 🤔
তোমার প্রেমে পাগল হবো।
আমার অনেক ইচ্ছে ছিল,
ঐ আকাশের বৃষ্টি হবো। 💭🌧️
ভালোবাসায় ভিজিয়ে দেবো।
আমার অনেক ইচ্ছে ছিল,
তোমায় নিয়ে হারিয়ে যাবো 💃🕺
💝💝💝💝💝💝💝💝💝💝
,তুমি যাদের সাথে ভালো ব্যবহার করবে তারা তোমায় নিয়ে উপহাস করবে আর যাদের সাথে খারাপ ব্যবহার করবে তার তোমায় খারাপ ছেলে বলবে.... তুমি যদি কারো সাথে ভালো ভাবে পরিচিত আর ফ্রি হতে চাওয় সবাই বলবে মতলব খারাপ.. সব মেয়েরাই সুন্দর দেহ মন খুজে কিন্তুু কেউ দেখলাম না বিস্বাস্ত মন খুজতে সবাই সব কাজ করতে পারে না ঠিক তাই সুন্দর দেহর ছেলেটা যে তোমার বিস্বাস্ত হয়ে উঠবে কি বিস্বাস আছে.. দেহ আর সুন্দর কিছুই দিতে পারে না সুন্দর মন তোমাকে অনেক কিছুই দিতে পারবে....
তাই বলি চক চক করিলেই সোনা হয় না!!!!!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন