বাংলা লাভ স্টোরি



যে তোমাকে বেশি শাসন করবে,
সন্দেহ করবে,
ঝগড়া করবে সেই তোমাকে বেশি
ভালবাসবে........!!
কারণ সে কখনোই চায়না অন্য কিছুতেই
তুমি
জড়িয়ে পড়ো তাইতো বার বার এসব
কিছু হয়ে
থাকে......!!
এত দীর্ঘ বিরতির পর ঠিকেই সে
অপেক্ষা করে
কখন তুমি তার ইনবক্সে ছোট্ট করে এস এম
করবে, বাবু কেমন আছো, কি করো,
খাচ্ছোতো ঠিকমত?
ভালোবাসায় ঝগড়া ঝাটি, খুন সুটি
একটু খানি
হয়ে থাকে তাই বলে সারাজীবনের
শাস্তিটুকু
দিওনা যে তোমার সাথে আমার
ব্রেকাপ হয়ে
গেছে...



"কেউ মরে গেলে নাকি তাকে সবাই ভালোবাসে ... সেই
ভালোবাসা কি সত্যিকারের নাকি মিথ্যেকারের ??
বোধ হয় সত্যিকারের ... সত্যিকারের ভালোবাসা না
হলে কেউ কি কাঁদে ?? ... কারো কি কান্না আসে ??
কি অদ্ভুত আমাদের জীবনটা ... বেঁচে থাকতে আমি যখন
চিৎকার করে কাঁদতে থাকি, সেই কান্নার শব্দ তোমার
কান অব্দি পৌঁছায় না ... আর আমি মরে গেলে যদি তুমি
ভুল করে দু' ফোঁটা চোখের জল ফেলো, সেই জল কখনোই
আমায় স্পর্শ করতে পারবে না !!
জানো, একবার মিথ্যেমিথ্যি মরে গিয়ে দেখতে ইচ্ছে
হয়, পৃথিবীতে আসলেও কেউ সত্যিসত্যি ভালোবাসে
কিনা !!"
.

দেখা হবে তোমার সাথে
কোন জনঅরণ্যে নয়, নয় কোন
মানুষের ভীড়ে।
তোমার অাশেপাশে এত কোলাহল
চাইনা কখনো অামি।
.
দেখা হবে তোমার সাথে
নয় কোনো ড্রইং রুমের সোফায়
মাথা নিচু করে বসে থেকে,
অন্য কোনো মানুষের ভীড়ে
তোমার চোখের দিকে তাকাতে
পারি না অামি।
.
দেখা হবে তোমার সাথে
নয় কোনো মার্কেট, সিনেমা, পার্কে
আমাদের কথার মাঝে
কেউ বা তাকিয়ে থাকুক অামি তা চাইনা।
.
দেখা হতে পারে, দেখা হতে পারে
তোমার সাথে
কোনো রেস্তোরার কোণার টেবিলে
মৃদু আলোয় মুখোমুখি অামরা দুজন
ইয়ানীর পিয়ানো অথবা ক্যানিজিওর
স্যাক্সোফোনের সুর বাজবে চারিদিকে।
.
তখন তোমাকেই দেখবো শুধু
প্রিয়তমা,  শুধু তোমাকেই।
.
দেখা হতে পারে তোমার সাথে
শহর থেকে দূরে, দূর বনভূমে
মধুপুর গড়ের মত নির্জনে
তুমি আসবে নীল শাড়ি পরে
পাশাপাশি হাঁটবো দুজন।
.
অথবা কক্সবাজারের সমুদ্র সৈকতে
বালুর উপরে বসে রোদ চশমায়
তোমাকে কেমন লাগে, বাতাসে তোমার
এলোমেলো চুলে কেমন দেখায়।
দেখবো একাকি অামি।
.
কোন মানুষের ভীড়ে নয়, নয় কোন
ছাদের নীচে।
চারিদিকে অবারিত জল, উপরে অাকাশ
সেইখানে দেখবো তোমাকে
শুধুই তোমাকে, শুধুই তোমাকে।
.
এমনো নিরিবিলি একাকি, তুমি অামি,
এজনমে দেখা হবে কি ?

---------------
'দেখা হবে,দেখা কি হবে?'
#  শুভ,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.