বাংলা লাভ স্টোরি তিনটি গল্প



মেয়ে : হ্যালো
ছেলে : হেলছি তো।
মেয়ে : কি অবস্থা তোমার?
ছেলে : কঠিন, তরল, বায়বীয়। আমার এই তিন
অবস্থা।
শুধু
প্লাজমা
অবস্থাটা নেই।
মেয়ে : ও আচ্ছা তুমি কোথায় পড়?
ছেলে : টেবিলে।
মেয়ে : কোন ক্লাসে?
ছেলে : তিন তলার ডান পাশেরটায়।
মেয়ে : থাকো কোথায়
ছেলে : বাসায়
মেয়ে : হাউ সুইট।
ছেলে : খেয়ে দেখেছ।
মেয়ে : কি বলো এইসব।
ছেলে : বলছি না লিখছি।
মেয়ে : কি কর?
ছেলে : নিঃশ্বাস নেই।
মেয়ে : ডিনার হইছে
ছেলে : আম্মু জানে।
মেয়ে : লান্চ করছো কি দিয়ে?
ছেলে : হাত দিয়ে।
মেয়ে : আমি তোমার ফ্যান হয়ে গেলাম।
ছেলে : ঘুরতে থাকো।
মেয়ে : ভালবাসা দিবা।
ছেলে : আমাদের বাসা আব্বুর নামে। তার কাছে
যাও"""?



"ভালোসার" কোন সংজ্ঞা হয় না,
একটা নিশ্চুপ অনুভূতির নাম
ভালোবাসা …………

এই অনুভূতিটা উপলব্ধি করার
ক্ষমতা যার যত বেশী,
সে তত বেশী ভালোবাসতে জানে.…
কিন্তু যখন এই অনুভূতিটা
নষ্ট হয়ে যায় কারো ভুলের জন্য,
তখন দুটি মানুষের মাঝে
তিক্ততা ব্যাতিত আর কিছুই
থাকে না …………।



বালিকা...!
তোর একটা রিপ্লের আশায় ঘন্টার পর ঘন্টা টাইমলাইনে ঘোরাঘুরি করাকে যদি ভালোবাসা বলে,,,!!😍😍
 তবে,,,, আমার সবটুকু জুরে শুধুই তুই,,💕💕💕💕
তোর এক্টা এসএমএস আশায় যদি ঘন্টার পর ঘন্টা online পরে তাকাটাকে যদি পাগলামি বলে তবে হে আমি পাগল, সত্যি আমি পাগল শুধু তোর জন্য
তুই কি খকনোই বুঝবি না তুর এক্টা এসএমএস আমার ভাল তাকার কারণ💜💜

নিজের অনিচ্ছা থাকা সত্বেও আজ লিখতে বসলাম....
সেদিনের সেই প্রতিটা বিকাল আজো সাক্ষী দেয়....
যে সময় ছিলো, সময় আছে...শুধু নেই সময় কে মূল্য দিবার সেই মানুষ....!!!
আজো প্রতিটা রাত্রি তোমার নির্ঘূম ঘুমে কাটে....
আর অপর প্রান্তে জেগে থাকা মানুষ টা নিকোটিনের বিষাক্ত ধোয়া জানে তার রাত জাগার প্রতিটা সময়.......
আজো রয়ে গেছে সেই রেস্টুরেনটের দুই কাপ কফি....!!!
শুধু নেই সেই ক্লাস ফাঁকি দেওয়া দুটি কচি প্রাণ.....
আজো রাস্তার মোড়ে টং দোকান টাতে বসা থাকা এক কোন যুবক
বসে থাকে কোন এক পরিচিত মুখ দর্শনের অপেক্ষায়....
তার অপেক্ষা শুধু অপেক্ষাই থেকে যাবে.....তবুও সে সময় কে মূল্য দিতাছে
আজো কারো না কারো ঘুম ভাঙ্গে সকালের রক্তিম সূর্য টা দেখে....
আবার হয়তো কারো ঘুম ভাঙ্গে সকালের শিশিরের প্রথম স্পর্শ পেতে.....
সত্যি বলতে সময় চলতাছে...সময় চলবেই এটাই চিরন্তন
কিন্তু সময় কে কয়জনই বা সঠিক মূল্য দিতে পারি.......
আজ এই সময়ের কারনে হয়তো কেউ উপরে উঠে যাচ্ছে
আবার হয়তো বা কেউ নিচে নেমে যাচ্ছে.....এটাই বাস্তবতা.....
 #শুভ,,,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.