বাংলা লাভ স্টোরি বড়লোকের


#বাস্তব_প্রামান
# শুভ,,,,,,,,,,,,,,,,,,
একটি অসাধারণ ভালবাসার গল্প
আপনার চোখে পানি চলে আসবে।
.
একটা গরীব ছেলে ভালবাসতো একটা
বড়লোক মেয়েকে।
.
একদিন ছেলেটা মেয়েটাকে
প্রপোজও করলো।
.
কিন্তু মেয়েটা বলল,'শোনো,তোমার
মাসিক ইনকাম আমার প্রতিদিনের
ব্যায়ের সমান,আমার কি তোমার
সাথে সম্পর্ক করা উচিৎ?
তুমিই বলো?
.
তুমি এটা ভাবোও কিভাবে?
আমি তোমাকে কখনোই ভালবাসতে
পারবো না।
.
বেটার তুমি আমাকে ভুলে যাও,তোমার
নিজের
লেভেলের কাউকে বিয়ে করো।'
কিন্তু ছেলেটা সেই মেয়েটাকে
এতসহজ়ে ভুলতে পারলো না।
১০ বছর পর......
একদিন একটা শপিং সেন্টারে
তাদের দুজনের দেখা হলো।
.
মেয়েটি বললো,'আরে তুমি?কেমন
আছো?আমি এখন বিবাহিত।তুমি কি
জানো আমার হাসবেন্ডের মাসিক
ইনকাম কতো?প্রতি মাসে ২ লাখ!
ভাবতে পারো? আর সে অনেক
স্মার্ট'!'
.
কথাগুলো শুনে ছেলেটির চোখ
পানিতে ভরে উঠলো।
.
২ মিনিট পরে ভেতর থেকে
মেয়েটির হাসবেন্ড বাইরে
এল,মেয়েটি তার সাথে
ছেলেটিকে
পরিচয় করিয়ে দেয়ার আগেই
হাসবেন্ড বলে উঠলো,
.
'স্যার!আপনি এখানে!!আমার মিসেস
এর সাথে পরিচিত হোন।' এরপর সে
মেয়েটিকে বললো,
আমি স্যারের সাথে তার নতুন
প্রোজেক্টে কাজ পেয়েছি,যেটা
টোটাল ২ কোটি টাকার প্রোজেক্ট!
কিন্তু তুমি কি জানো,স্যার একটা
মেয়েকে ভালবাসতেন,কিন্তু তিনি
তাকে পাননি,একারনে স্যার এখনো
বিয়ে করেননি।চিন্তা করে দেখো
মেয়েটি কতটা লাকি ছিল!এখনকার
দিনে কে এমনভাবে ভালবাসতে
পারে?
জীবন খুব ছোট নয়,তাই নিজের উপর
খুব বেশি গর্ববোধ করে অন্যকে ছুঁড়ে
ফেলো না।
#more_all_of_the_lastory.....
অন্যের ভালবাসার প্রতি
শ্রদ্ধা দেখাতে শেখো...!!!..
টাকা থাকলেই ভালোবাসা পাওয়া যায় না।


নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে ৷
টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে....
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,
কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়েনা।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না আর বাকা পথে সবারই আগ্রহ বেশি।
সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,
আর দুধ বিক্রেতাকে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননিতো,
অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায়।
ফজরের আজান শুনে ঘুম ভেঙে নামাজে যায়,
আর এখন রাত ভর জেগে থেকে আজান শুনে ঘুমায়।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম,
জানোয়ার বললে ক্ষেপে যায়
কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়।
অথচ দুটোই পশুর বাচ্চা!!
মানুষ বড়ই আজব।(শুভ)....

 ভাসন্তো শ্যাওলা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.