অবহেলার একটা লিমিট থাকা দরকার


অবহেলার একটা লিমিট থাকা দরকার...কেউ
একজন
তোমাকে দিনের পর দিন কেয়ার করে
যাচ্ছে আর তুমি
সেগুলো মুচকি হেসে এড়িয়ে গিয়ে ভাবছো
'এসব
তোমারই প্রাপ্য...এরকম তো কতোজনই আছে
কেয়ার করার...এমনটি যদি ভেবে থাকো
তাহলে তুমি ভুল
ভাবছো...হাজার মানুষের কেয়ারের ভিরে
তুমি আসল
মানুষের আলাদা কেয়ারটুকু টের
পাচ্ছোনা..একদম
না...কেউ একজন তোমার ছোট্র একটি
"টেক্সের"
আশায় ঘন্টার পর ঘন্টা ডাটা অন রেখে কি
পরিমান ছটফট
করতে পারে তুমি সেটা দেখনা বলে এমনটা
ভাবছো...
মেসেজবক্সে হাজার হাজার শব্দ মিলিয়ে দু-
ঘন্টা ধরে
সাজানো কষ্টের ভাষা গুলো লিখে সেন্ড
করার ঠিক আগ
মূহুর্তে ডিলিট বাটনে চাপ দিয়ে রাখাটা যে
কতটা যন্ত্রনার
তুমি সেটা বুঝোনা বলে এমনটি করো...
তোমার একটি
মাত্র ফোন কলের আশায় বিছানার এপাশ-
ওপাশ করে
কতো যে নির্ঘুম কেটে গেছে মানুষগুলোর
তুমি
সেটা কখনই জানতে পারোনা বলে
মানুষটিকে সস্তা
ভাবো...বিশ্বাস করো তোমার থেকে
অবহেলা পাওয়া
এই মানুষটা মোটেই সস্তা কোনো মানুষ
নয়..অদ্ভুদ
রকমের একটা ধর্য্য-শক্তি আছে এদের
মাঝে...তুমি
ধারনাও করতে পারবেনা তার সিম্পল একটি
মেসেজের
জন্য কতো মানুষ যে পাগল হয়ে আছে...অথচ
সে
তোমার জন্য পাগল..স্রেভ তোমার জন্য তার
হৃদয়ের
জায়গাটুকু বরাদ্দ... মনে রাখবে "ধাক্কা
দিয়ে ফেলে
দেওয়া মানুষের অভাব নেই পৃথিবীতে...কিন্তু
পড়ে
যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলার
মানুষের বড়ই
অভাব..খুব খুব অভাব..তাই কাউকে পেয়েও
হারিয়ে
যেতে দিওনা...!!

কিছু মানুষকে ভুলে যাওয়ার
প্রশ্নই আসে না !
তেমনই কিছু
মানুষকে মনে রাখারও প্রশ্নই আসে না !
কারন কিছু মানুষের
ভূমিকা থাকে জীবনে মনে রাখার মতোই,
আবার কিছু মানুষের
ভূমিকা থাকে ভুলে যাওয়ার মতোই !
তবে মজার বিষয় হলো যাকে মনে রাখার
প্রয়োজন আমরা তাকেই ভুলে যাই !
আর, যাকে ভুলে যাওয়ার প্রয়োজন
আমরা তাকেই ভুলতে পারি না


আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে....
আমার দিন গুলো সব রং ছিনেচে তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালোবেসে...
তুমি চোখ মেললেই ফুল ফোটেছে আমার ছাদে এসে,
ভোরের শিশির দোপ ছুয়ে যায় তোমায় ভালোবেসে...
:'( :'( :'(
আমার ক্লান্তমন ঘর খোঁজেছে যখন,
আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন......
আমার বেসুর গীটার সুর ভেদেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে,,,,বন্ধু,,,,শুধু,,,,তোমায়,,,ভালোবেসে,,,,শুভ,,,,,
হ্যা,,, তাকে ভালোবাসো...,
যার মনটা আগে কেউ একজন
ভেঙ্গে ফেলেছে........!
Couse সে বুঝে মন ভাঙ্গার যন্তণা কতটা কষ্টময়.........
যদি তার হৃদয়ে একবার নিজের জায়গা করে নিতে
পারো,..
তাহলে সে তোমাকে কষ্ট
দিয়ে নিজে কখনো বেচে থাকতে চাইবে না..।
সে সবসময় তোমাকে হারানোর ভয়ে থাকবে তাই সে চাইবে
তুমি always সুখি থাকো আর কখনোই যেনো কস্ট না পাও কারন সে জানে ভালো বাসা হারানোর ব্যথা কতোটা
মারাক্তক কস্টকর।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.