ছেলেদের নিয়ে কিছু কথা বললাম
সাবাইকে এই পোষ্টটা পরার জন্য অনুরোধ রইলো
ছেলেদের নিয়ে কিছু কথা বললাম
.........হাজারো পুরুষের আত্মকাহিনী"
.
ছেলেরা মাসে ৭০০০ টাকা বেতনে চাকরী করে!
বাবার জন্য ১০০০,!
মা'র জন্য ১০০০,!
বউয়ের জন্য ১০০০ টাকা!
ফেমিলি চালানোর ২০০০ বিকাশ
করেও!
দিব্যি ২০০০ টাকায় মাস চালিয়ে নিতে
জানে।
মাসে ৭০০০ টাকা মাইনের ছেলেটা বেতন পেয়ে!
বউয়ের কাছে ফোনে বলতে জানে " ওগো
তোমার জন্য কি
পাঠাবো? "
সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনো
জুতো
বদলাবে বলে ঠিক করেছে , সেই ছেলেটাই
মার্কেটে
গিয়ে বউ আর বাবুর
জন্য জুতো কিনে নিজের ছেঁড়াজুতো সেলাই
করে
মাসের
পর মাস পড়তে
জানে।
উপোস পেটে কাজে গিয়েও মাকে বলতে
জানে
'আমি
মাছ দিয়ে
ভাত খেয়েছি তোমরা খেয়েছোতো',
১০৩ ডিগ্রী জ্বর নিয়ে কাজে গিয়েও বাবাকে
বলে
'আমি অনেক ভাল আছি তোমরা ভাল আছোতো?
নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে ' একটু
ধৈর্য্য
ধরো সামনের মাসে তোমার জন্য একজোড়া বালা
কিনে
দিব',,,
ছেলেরা এমনই, অনেক অনেক কিছু জানে,,,
সকালবেলা লোকাল বাসে ঝোলে অফিসে
যেতে
জানে,
লেট হলে বসের ঝাড়ি খেতে জানে,
৫ টার অফিস রাত ৮ টা পর্যন্ত করতে জানে,
অফিস থেকে ফিরতে লেট হলে বউয়ের কাছে
জবাব
দিতে জানে,
রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসার
পথে
বাবুর জন্য মজা
কিনতেও জানে।
শুধু জানে না প্রকাশ্যে চোখের জল ফেলতে
ভালো লাগলে প্লিজ কেউ কমেন্ট করতে
ভুলবেন না।শুভ,,,
আমার হৃদয়ের অব্যাক্ত ভালোবাসার কথাগুলো আমার লেখার মাধ্যমে প্রকাশ করার ব্যর্থ চেষ্টা করি! হয়তো আমার এই হৃদয়ের ভালোবাসা কারো হৃদয়ে ফুল ফোঁটাতে পারবেনা! তাছাড়া কারো ভালোবাসা পাবার যোগ্য আমি নই!!
অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় । বাণীটি দিয়েছিলেন শেক্সপিয়র, শুধু তিনিই নন -স্যার টমাস ব্রাউনের মতে অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ।
ভালোবাসা ধরে রাখতে অনেক কিছুই করতে হয়। নতুবা সময়ের সাথে সাথে এই ভালোবাসার রঙ বদলে যেতে থাকে। এবং নিজেকে সেই রঙের সাথে মিলে গিয়েই ধরে রাখতে হয় ভালোবাসা।সমানে সমান ছাড়া ভালোবাসা পাপ!
আজ আমি ভালোবাসার কাছে এক টুকরা ছেড়া কাগজ!তাতে লেখার আর কোনো জায়গা নেই!চাইলেই তুমি ছুড়ে ফেলতে পার ডাস্টবিনে!বিশ্বাস করো তাতে আমার কোনো কষ্ট হবে না!কারণ তোমার ভালোবাসা না পাই ঘৃনা তো পেলাম এই ভেবে নিজেকে না হয় শান্তনা দিব!আমি জানি তোমার ভালোবাসার যোগ্য আমি নই!আমি আমার মনের অজান্তেই তোমাকে ভালোবেসেছি সেই ভালোবাসার টানেই তো চাই তুমি সুখে থাকো!
আমি চাই না এই অবহেলিত মানুষটিকে নিয়ে তুমি স্বপ্ন দেখ!কারণ আমাকে নিয়ে স্বপ্ন দেখলে হয়তো তোমার জীবন থেকে সুখ নামের পাখিটা হারিয়ে যাবে!আমি নিজেও চাই না তোমার আলোকিত জীবনে "মন" নামের আধার নেমে আসুক,,,তাই দূর থেকেই না হয় একতরফা ভালোবেসে যাব!ভেবে নিব আমার ভাগ্যটাই এমন!।আমি জানি তুমি আমার খাচায় পোষ মানার মতো পাখি না!তুমি অন্যকারো তাই আজ থেকে না হয় তোমাকে আমার জীবন নামের পৃথিবী থেকে মুক্ত করে দিলাম!কখনো তোমাকে ভালোবাসি কথাটি নাই বা বললাম!আমি না হয় তোমার সুখের জীবন থেকে দূরে গিয়ে একতরফা ভাবে ভালোবাসলাম!তোমার ভালোবাসা না পাই তোমার জীবনের কষ্ট গুলো আমাকে দিও!তাই নিয়ে না হয় সারা জীবন কাটিয়ে দিব!!আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে ভালোবেসেছি পারলে ক্ষমা করে দিও!!একতরফা ভালোবাসা যদি তোমার কাছে অপরাধ মনে হয় তাহলে তার বিনিময়ে তোমার জীবনের কষ্ট গুলি আমাকে দিয়ে একটু প্রায়শ্চিত্ত করার সুযোগ দিও!!আমাকে এতোটুকু সুযোগ দিও আর কিছুর প্রয়োজন নাই!!
"মুক্ত করে দিলাম তোকে
আমার জিবন থেকে!
আসিস না আর ফিরে তুই
চাইনা আমি তোকে"!!
"যেখানে যাবার চলে যা দেবোনা তোকে বাঁধা
ভালোবাসেছিলি না পুরাপুরি বেসেছিলি আঁধা"
"এতদিন যা করেছিস সবি ছিলো ছোলনা
সেই ছোলনাই এখন আমি আর ভুলবোনা"
"তুমি বন্ধু আমায় নিয়ে করছো টাইমপাছ
তুমি আমায় বুঝিয়ে দিছো তা বুঝছি আমি আজ"
"এতদিন যা করেছি সবি ছিলো ভুল
এখন আমি ক্ষনে ক্ষনে দিচ্ছি সেই মাসুল"
"তুমি বন্ধু ভালো থেকো কামনা করি আমি
কখনোই কষ্ট পেয়েওনা সুখে থেকো তুমি"
"সব কিছুই শেষ করলাম বাকি নেই কোনো কাজ
তাই আমি বিদায় নিলাম তোমার জীবন থেকে আজ"
আমি এখন বুঝে গেছি তুমি কি জিনিস
তাই আজ এই মিথ্যা খেলা করলাম আমি ফিনিস"
শুভ,,,,,
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন