বাংলা লাভ স্টোরি



একটি সত্যিকারের ভালোবাসার গল্প
Very Sad Love Story 100% Cry
দুটি প্রজাপতি ছিল ওরা এক জনে
আরেকজন কে অনেক ভালোবাস তো
তাদের মাঝে পাই তর্ক হতো যে কে কাকে
বেশি ভালোবাসে যাই হোক একদিন তারা
দুজনে একটি বাজি ধরলো বাজির সরত
ছিল| তারা যে বাগানে থাকে সে বাগানের
সবচেয়ে সুন্দর ফুল টার উপর একদম ভরে
যে আগে বসতে পারবে| সেই অন্য জনকে বেশি
ভালোবাসে মেয়ে প্রজাপতি টা রাতে আর ঘুমালো
না| সে শুধু ভাবতে লাগলো ঘুমালে যদি ছেলে প্রজাপতি
টা আগে চলে যায় খুব সকালে মেয়ে প্রজাপতি টা
তাড়াতাড়ি বাসায় থেকে বের হইয়ে উড়তে উড়তে সবচেয়ে সুন্দর ফুল টার কাছে গেলো তখন ছিল
একদম ভোর বেলা চার দিক আলো ও ফোটে নি
সে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে
আর ফুল টা ফুটবে সকাল হলো সূর্যের পথম কিরন
সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুল টার উপর পরল
আর মেয়ে প্রজাপতি টা গভীর বিষময় দেখলো
ছেলে প্রজাপতি টা সেই ফুলের মধ্যে  বসে আছে
তার দেহে পান নেই| আসলে মেয়ে টাকে চমকে দেয়ার
জন্য সে গত রাতে থেকেই ফুল টার মধ্যে ঢুকে যায়
রাতে যখন খুব ঠান্ডা বেড়ে যায়| তখন সে ঠান্ডায় কাবু
হইয়ে মারা যায়| মরে সে ফুলের মধ্যে থাকে| নিজের
পিয়তমাকে চমকে দিতে| মেয়ে প্রজাপতি টা এই
দিশশ সজজ করতে পারে না| আগুনে ঝাঁপ দিয়ে
আত্মহত্যা করে| ভালোবাসা আসলে এমনিই
আমাদের যেমন বাচতে শিক্ষায় তেমনি মাঝে
মাঝে অনেক বেশি দুর্বল করে ফেলে |
এটাই সত্যি....!!!!

যদি বৃষ্টি হয় তোর আকাশে তাহলে আমিও ভিজবো তোর সাথে,,,যদি কুয়াশা পড়ে ভিজে যায় তোর মন তাহলে আমিও স্পর্শীত হব ওই কুয়াশাতে।যদি ঝড় বয়ে যায় তোর মনেতে আমি বৃক্ষ হয়ে রবো,,,যদি বর্ষন হয় তোর নয়নে তাহলে আমি তা আলতো করে মুছবো।।ভালোবাসি তোরে খুব ওরে অভিমানী,,,তুই যে আমার হীরক পাখি হীরার চাইতে দামী।যদি খরা হয় তোর পাঁজরে আমি বৃষ্টি হয়ে নামবো,,,যদি বরফ জমে তোর বুকে আমি সাগর হয়ে যাবো।যদি মেঘ জমে তোর বুকে আমি হয়ে যাবো বাতাস,,,তোর জন্যই শূন্য আজো আমার এই আকাশ।তোকে যে বড় বেশি ভালোবাসি কি করে বুঝাই,,,তোর জন্য যখন তখন অজানাতে হারিয়ে যাই,,,,,,,,,,,,,,,,


হ্যালো ঐসি..
-হ্যাঁ কে বলছেন???
-ফাজিল বলছি...
-আমাকে ফোন করছেন
কেন???
-ফাজলামি করার জন্য আমি
কি একটু ফাজলামি করতে
পারি....
-না পারেন
না.....অপরিচিত কারোর
সাথে আমি কথা বলি না
সো রাখি...
-এই যে প্লিজ রাখবেন
না....আপনাকে না আমার
অনেক প্রয়োজন...
-কেন???
-ভালবাসি বলে....
-আমি আপনাকে চিনি না
জানিনা সো ভালবাসা
তো অনেক দূরের কথা...
-তাহলে আর কি করি অন্য
ঐসির খুঁজ করি.....
-জ্বী করেন বাই...
.
ফোনটা কেটে গেল হল না
ঐসির সাথে কথা ইশ কি
চমৎকার কণ্ঠ এইরকম কণ্ঠ যার
আছে তার প্রেমে তো
বারবার পরতে হয়....কি
ভাবলেন ঐসি মেয়েটা
আমার অপরিচিত কেউ
আসলে তা না।ঐসি আমার
কিউট সুইট বউ রাগ করে
বর্তমানে বাপের বাড়ি
আছে...একটু অভিমানী
টাইপের মেয়ে ওকে নাকি
আমি একদম সময় দেই না
সেজন্য মেডাম আমাকে
অনেক গুলান ঝাড়ি দিয়ে
ব্যাগ গুছিয়ে আমাএ
সামনেই আজ সকালে চলে
গেলেন আর যাওয়ার সময়
বলে গেলেন ভূলেও যেন
তাকে আর বিরক্ত না
করি...আমিও আর পথও
আটকালাম না কারণ জানি
আটকিয়ে লাভ নেই তিনি
যখন বলেছেন যাবেন তো
যাবেনই এক কথার
মহিলা......তবেও এটাও
জানি আজ রাত ১২টা হলেও
তিনি আমার কাছে ফিরে
আসবেন কারণ এই ঐসি
নামের মেয়েটা বিয়ের পর
অর্থাৎ এই দুই বছরে একদিনও
আমাকে ছাড়া ঘুমাতে
পারেননি....সো এই
ব্যাপারে আমি নিশ্চিত.....
.
রাত ৯টা...ভাবলাম
অভিমানী ঐসিকে
আরেকবার বিরক্ত করা
যাক...তাই ফোন হাতে
নিয়ে ফোন দিলাম ক্রিং
ক্রিং ক্রিং অপাশ থেকে
-হ্যালো....
-ঐসি...
-আবার কি???
-একটু ভালবাসা...
-আমি কি ভালবাসা
বিক্রি করি যে আপনাকে
ভালবাসা দিব...
-বাসায় আসবেনা....
-না আর আসব না...
-রাতে কার কাছে
ঘুমাবে...
-একা ঘুমাব...
-কার বুকে মাথা রেখে
ঘুমাবে...
-বালিশের বুকে মাথা
রেখে ঘুমাব....
-যদি বলি এই রাতে
তোমাকে নিয়ে সারা শহর
ঘুরে বেড়াব তাহলে কি
আমার সাথে ঘুরতে বেড়
হবে....
-না হব না...
-আমি জানি হবে...বাসার
সামনে বেড় হও আমি
দাঁড়িয়ে আছি কোন এক
অভিমানী ঐসির অভিমান
ভাঙ্গানোর জন্য হাতে
একগুচ্ছ লাল গোলাপ নিয়ে...
-সত্যি,,আমি আসছি....
.
কিছুক্ষণ দাঁড়িয়ে তাকার
পর দেখি দরজা খুলে একটা
মেয়ে আসছে অল্প আলোতে
দেখা যাচ্ছে কালো
একটা শাড়ি পড়া মেয়ে
আমার দিকে এগিয়ে আসছে
বলতে গেলে দৌড়ে আসছে
একদম কাছে এসে আমাকে
জড়িয়ে ধরল....
-এই ঐসি আমার কিন্তু লজ্জা
লাগছে তুমি এই রাতে এই
অবলা পুরুষটারে একা পেয়ে
এভাবে জড়িয়ে ধরতে পার
না...
-ওরে আমার অবলারে চল
ঘুরতে হবে না...
-কোথায় ঘুরব....
-সারা শহর....এখন যদি না বল
তাহলে আবার কিন্তু চলে
যাব...
-আচ্ছা মেডাম
চলেন...দাঁড়ান একটা
রিকসা ডাকি...
-না হাটব পরে রিকসায়
উঠব....
-এই ঐসি তোমার জুতা
কোথায় তুমি দেখি খালি
পায়ে....
-তাড়াহুড়া করে আর পরা
হয়নি চলে এসেছি শুধু আসার
সময় আম্মুকে কোনরকম বলে
এসেছি শুভ। এসেছে
আমি গেলাম।।।।।।
-আসলে কেন তুমি না
অভিমান করেছ....
-তুমি তা ভাঙ্গিয়ে
দিয়েছ......
-আচ্ছা আমাকে ছাড়া কি
ঘুমাতে পারতে...
-এর আগে ঘুমিয়েছি
কখনো....
.
আমি আর কিছু বললাম
না...নীরব ভাবে হাত ধরে
হাটছি আমি জানিনা
গন্তব্য বাসা নাকি অন্য
কোথাও তবে ঐসির হয়তো
জানে আমার আইডিয়া
অনুসারে ঐসির এখন ফুচকা
খাওয়ার ইচ্ছা প্রকাশ করার
কথা....
-শুভ আমাকে কোলে
নিতে পারবা.....
-হাটতে পারছনা রিকসা
ডাকব....
-বলছি কোলে নিতে
পারবা কিনা....
-আবার বলে অবশ্যই পারব....
বলেই ঐসি  কে কোলে তুলে
নিয়ে হাটা শুরু করলাম ঐসি
হাত দিয়ে আমার গলা
জড়িয়ে ধরে আছে...
-ঐসি তোমার ওজন তো বেশ
বেড়ে গেছে মনে হচ্ছে....
-কি আমার ওজন বেশি
হয়েগেছে নামাও আমাকে
আমি আর কোলে চড়ব না।।।
-হিহিহি আমি তো নামাব
না...
-এই আমি আইসক্রিম খাব...
-এই ঠান্ডার মধ্যে....
-হ্যাঁ ঠান্ডার মধ্যে যাও
একটা কোণ আইসক্রিম নিয়া
আসো....
-আমি কি তাহলে চেয়ে
দেখব...
-হ্যাঁ দেখবা....
অতঃপর ঐসিকে কোল
থেকে নামিয়ে গেলাম
আইসক্রিম আনতে....নিয়ে
এসে বললাম
-এই নেন আপনার আইসক্রিম...
-দাও চেয়ে চেয়ে দেখো
হিহিহি....
আমি জানি ঐসিআমাকে
দিয়ে একটা আইসক্রিম
আনিয়েছে সে চায় আমরা
যেকোন জিনিস
ভাগাভাগি করে খাই এর
আগেও বহুবার একটা
আইসক্রিম দুজন খেয়েছি
তারপর আরেকটা
এইভাবে....ঐসি অল্প
খাওয়ার পর বলল,এই নাও তুমি
খাও পরে কিন্তু আমার
আমাকে দিবা...ঐসিকে
আবার কোলে নিলাম
হাটা শুরু করলাম ঐসি খাচ্ছে
আবার আমাকে
খাওয়াচ্ছে....
.
-ঐসি...
-কি...
-বাসায় চল....
-আরেকটু পর যাই ভাল
লাগছে তোমার কোলে....
-আচ্ছা আরেকটু পরেই যাই....
হাটতে হাটতে পা ব্যাথা
হয়ে গেল কিন্তু এই ব্যাথার
মধ্যেও অন্য রকম একটা আনন্দ
পাচ্ছি....এই আনন্দটা
পাওয়ার জন্য সারা জীবন
এই রকম ব্যাথা পেতে
রাজী.......

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.