বাংলা লাভ স্টোরি অপেক্ষা



কেউ তোমাকে সত্যিকারের ভালবাসে এটা জেনেও তার সাথে ছলনা করাটা ঘোরতর অন্যায়... সে সব জানে তবুও মুখ বুজে সব সহ্য করে কারণ সে সত্যিই তোমাকে ভালবাসে... তার ধারণা একদিন তুমি তোমার ভুলটা ঠিকই বুঝতে পারবে... একদিন ঠিকই তুমি তাকে আপন করে নিবে !! কিন্তু এই তুমিই একদিন তার সমস্ত ধারণা মিছে করে দিয়ে তুমি চলে যাবে... সে নির্বাক চোখে চেয়ে থাকবে তোমার যাওয়ার পথে... অথচ কিচ্ছুটি বলবে না... কারণ তার শত চেষ্টার পরেও তুমি তাকে গ্রহণ করো নি... তার পুরোটা অগ্রাহ্য করে তার ভালবাসাকে পায়ে ঠেলে তুমি নিশ্চিন্তে চলে গিয়েছো !! সে কতদিন তোমার জন্য কষ্ট পাবে??

একদিন... দুইদিন বড়জোর তিনদিন সে তোমার শূন্যতা অনুভব করে কষ্ট পাবে... রাতের পর রাত বালিশ ভেজাবে !! তারপর?? কাঁদতে কাঁদতেই সে নিজেকে বুঝ দিবে হয়তো বা তার ভালবাসাতেই কোন কমতি ছিল... কিংবা সে তোমার যোগ্যই ছিল না !! কিন্তু এই ধারণায় কতদিন?? একদিন সে ঠিকই তার হারানো মনের জোর ফিরে পাবে... ভাঙা মনকে শক্ত করবে... সেদিন আর মিছে কথায় সে নিজেকে বুঝ দিবে না... সেদিন ফিরে পাওয়া আলোর চাহনিতে চোখ রেখে সে আপন মনেই বলবে "সে আমার ভালোবাসার যোগ্য ছিল না" কেউ তোমাকে ভালবাসে না এটা জেনেও তাকে মনপ্রাণ দিয়ে ভালবাসা খুব বড় রকমের বোকামী... যে চলে গেছে তার জন্য অপেক্ষা করা নেহাৎ পাগলামী ছাড়া কিছুই না... কারণ যে তোমার সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না... ছলনার বেড়াজালে বেঁধে নিশুতি রাতে তোমার বালিশ ভেজানোর কারণ হবে না... কখনোই হবে না !! (আজও খুব মিস করি তোমাই)

একটা অসম্ভব ভালবাসার গল্প...

মেয়ে : আমি কি তোমার মনে জায়গা করে নিতে পেরেছি?
ছেলে : না।
মেয়ে : আমাকে কি তুমি পছন্দ করো??
ছেলে : মনে হয় না!
মেয়ে : তুমি কি আমাকে চাও?
ছেলে : না !
মেয়ে : আমি চলে গেলে তুমি কাঁদবে?
ছেলে : না।
মেয়ে : তুমি কি আমার জন্যে বাঁচবে??
ছেলে : না।
মেয়ে : তুমি কি আমার জন্যে কিছুই করবে না??
ছেলে : না…
মেয়ে : আমি এবং তোমার লাইফ এই ২টার ভিতরে কোনটা কে বেছে নিবে???
ছেলে : আমার লাইফ…
_মেয়েটি খুব কষ্ট পেয়ে চলে গেলো, ছেলেটির এই রকম উওর পেয়ে। ছেলেটি তখন চিৎকার করে
বলতে শুরু করলো……

তুমি আমার মনে ডুকতে পারো নি, কারন, তুমি আমার মনের ভিতরেই আছো। আমি তোমাকে পছন্দ করিনা, কারন, আমি তোমাকে ভালোবাসি… আমি তোমাকে চাইনা, কারন, আমার তোমাকে প্রয়োজন সবসময়। আমি কাঁদবো না তুমি চলে গেলে, কারন, তুমি চলে গেলে আমি মরেই যাবো। …আমি তোমার জন্যে বাঁচবো না, কারন, আমি তোমার জন্যে মরতে পারি।
আমি তোমার জন্যে কিছুই করবো না, কারন, তুমি জানো আমি সব কিছুই করি তোমার জন্যে…
…আমি আমার জীবন কে বেছে নিলাম, কারন, তুমিই যে আমার জীবন। মেয়েটি ছেলেটির এই কথা শুনে দৌড়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলতে লাগলো…
মেয়ে : কেনো এতো ভালোবাসো আমায়?

ছেলে : জানিনা। তবে ভালোবাসি তাই ভালোবাসি তোমায়……!!

কারো সাথে নাইট ক্লাবে রাত কাটানোর নাম ভালোবাসা না। তার সাথে জীবনের সব রাত কাটানোর ইচ্ছার নাম ভালোবাসা।
💙💙
কারো ফেসবুক টাইমলাইনে 'বেবি, হানি, সুইটি' লেখার নাম ভালোবাসা না। তার জীবনের টাইমলাইনের প্রতিটা ক্ষেত্রে নিজেকে জড়িয়ে নেয়ার নাম ভালোবাসা।
💙💙
কারো জন্য পড়াশোনা বাদ দিয়ে দিনরাত মোবাইলে ন্যাকা ন্যাকা কথা বলার নাম ভালোবাসা না। তাকে সারাজীবনে পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তোলার নাম ভালোবাসা।
💙💙
কারো জন্য নিজের শরীর কেটে নাম লেখার নাম ভালোবাসা নয় । তার জন্য নিজেকে অক্ষত অবস্থায় বাচিয়ে রাখার নাম ভালোবাসা ।
💙💙
ভালবাসতে চাইলে মন দিয়ে ভালোবাসুন । ন্যাকামিটা সবাই পারে । কথাটা খারাপ লাগলেও ,এটাই বাস্তব ।
আমার কথায় আপনি একমত ??✋

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.