এ বছরের সেরা গল্প
এ বছরের সেরা গল্প,,,,,একটু পড়ে দেখুন গা
শিহরে উটবে,
=এই শুভ?
=হুম বল?
=আমি সত্যি আজ প্রেমে পড়েছি.
=Oh really?
=হুম। আসলে কালকের চিঠিটা পেয়ে
মনে হল ছেলেটা সত্যি আমাকে খুব
ভালবাসে
=কেন এতদিন মনে হয়নি?
=নাহ রে-
=কৈ চিঠিটা পড়ে শুনাতো?
=হুম শোন,
*
প্রিয় ইতি। নতুন করে কিছু বলার ভাষা
আমার নেই।
তাই সেই পুরানো কথা গুলোই বলতে হচ্ছে।
আমার বিশ্বাস এতদিনে তুমিও নিশ্চই
আমাকে ভাল না
বেসে পারনি। কিন্তু কি করব বল?i
আমার যে হাত-পা ইস্পাতের চেয়েও
কঠিন শিকল দিয়ে বাধাঁ। চাইলেও সেখান
থেকে
মুক্ত হয়ে তোমার সামনে উপস্থিত হতে
পারিনা।
তবে স্বপ্নে প্রতিদিন তোমার কাছে ছুটে
আসি। কিন্তু দুঃখ কি জান? তখন তোমাকে
ভালবাসি
বলতে পারিনা। তোমাকে ছুয়ে দিতে
গেলেই
যেন ছায়ার সাথে মিলে যায় আমার সারা
দেহ। মিষ্টি
সুরে কত বার ডাকি, তবুও সাড়া দাওনা।
এভাবেই
আস্তে আস্তে সকালের মিষ্টি রোদ এসে
তোমার মুখে পরে। আর তখনি যেন স্বপ্নটা
ভেঙ্গে
যায়।
.
ইতি আমার খুব ভয় হয়। বিশ্বাষ কর,
আমি তোমাকে ছাড়া এক মূহুর্তও থাকতে
পারব না।
ভেবেছিলাম একদিন তুমি নিজেই আমার
সামনে
এসে বলবে,
-এই তুমি কি আমাকে ভালবাস? তখন আমি
মিষ্টি হাসি
ফুটিয়ে করুন সুরে বলব,
-হ্যাঁ বাসি। খুব ভালবাসি তোমায়। প্লিজ
আমাকে
ফিরিয়ে দিওনা? জানিনা কথাটা আর বলা
হবে কিনা। তবে
আমি যে সত্যি তোমার মুখ থেকে এই
কথাটি
শুনার অপেক্ষায় থাকি। কবে যেন এসে
বল,
-আমিও ভালবাসি তোমায়।
*
।
ইতি চিঠিটা পড়া শেষ করে পিছনে
ফিরতেই দেথল শুভ নেই। এতক্ষন যার
জন্য চিঠিটা পড়ল সেই হাওয়া হয়ে হয়ে
গেল।
খুঁজতে লাগল শুভকে।
.
ইতি আর শুভ সেই ছোটবেলার বন্ধু।
দুজন দুজনকে ভালও বাসে প্রচুর। কিন্তু
সেটা শুধু তাদের বন্ধুত্বের মধ্যেই
সিমাবদ্ধ।
.
আজ ক্যাম্পাসে ইতির আগমন ঘটল একটু
তারাতারিই।
ইতি আজো জানতে
পারল না এই চিঠিদাতা কে? যে প্রায়ই
তার বইয়ের
ফাঁকে চিঠি গুজে পালাত।
প্রথম দিকে খুব বিরক্ত লাগত এই চিঠি গুলো
পেয়ে।
কিন্তু সময়ের আবর্তনে একদিন ইতিও এই
চিঠিদাতার
উপর দূর্বল হয়ে পরে।
তাই মনে মনে একজনকে ঠিকি ভেবে
রেখেছে, যে তাকে এই নীল রংঙ্গের
চিঠি দিয়ে পাগল করে তুলেছে।
.
সে আর কেউ নয়, ইতি ও শুভর
ডিপার্টমেন্টের ছাত্র তানভীর। তাই আজ
ইতির ভাবনা
গিয়ে পরল তানভীর উপর। ইতি ও তানভীর
মধ্যে
পাকা
কথা হয়ে গেল। সেদিন থেকেই ইতি ও
তানভীর
প্রেমের দিন শুরু হয়। এটাই যেন ইতির
জীবনে চরম ভুল হয়ে দাঁড়ায়।
।
যাইহোক, কথাটি এখনো শুভকে বলা হয়নি।
তাই ইতি
শুভকে খুঁজছে।
হঠাত্ লক্ষ্য করল ক্যাম্পাসের ভিতরে
লাইব্রেরীর সামনে অনেকে জড়ো
হয়ে আছে। ইতি এগিয়ে গিয়ে দেখল তানভীর ও
শুভর মধ্যে তুমুল দন্দ চলছে। আসলে ওদের
মধ্যে কিসের একটা
প্রতিযোগিতা নিয়ে ধরা-ধরি ও এক
পর্যায়ে মারা-মারি শুরু হয়। ইতি
তাদের বাধাঁ দিল কিন্তু কোন কাজ হল
না।
।
তাই পরিস্তিতি মোকাবেলার জন্য ইতি
হঠাত্ একটা
থাপ্পর দিয়ে বসে শুভর গালে। যাদের
এতদিনের
বন্ধুত্বে আজ পর্যন্ত একটু ঝগড়াও হয়নি।
কিন্তু
আজ
অন্য একটা ছেলের জন্য সবার সামনে
তাকে ইতির হাতের থাপ্পর খেতে হল।
কথাটি
ভাবতেই কষ্টে মোচর দিয়ে উঠল শুভর বুক।
স্তব্দ হয়ে দাড়িয়ে বড় বড় লাল চোখ জোড়া
নিয়ে পরম আবেগে
তাকিয়ে রইল ইতির দিকে। নিজের
অজান্তেই দু'ফোটা অশ্রু গড়িয়ে পড়ল
শুভর চোখ থেকে।
.
হঠাত্ তানভীর এসে ইতির হাত ধরে শুভর
সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে ইতিকে।
আর অভি বলছে,
=ইতি চলতো এখান থেকে? এখানে আর এক
মূহুর্তও নয়।
.
এই দৃশ্য দেখে শুভ যেন আর স্থির থাকতে
পারছিল না। আর ইতিও শুভর
মুখের দিকে তাকিয়ে নিজের অশ্রু আর ধরে
রাখতে পারলনা। ইস এই সামান্য কারনে
আমি শুভর
গায়ে হাত তুল্লাম? নিজেকে নিজেই প্রশ্ন
করে
উঠে ইতি।
কথাটি ভাবতেই ইতিরও যেন বুকটা
ফেটে যাচ্ছে। ফর্সা মুখখানি লাল হয়ে এল।
এক
ঝাকিতে তানভীরের কাছ থেকে নিজের হাতটা
ছাড়িয়ে
নিয়ে হু হু করে
কেঁদে উঠল। লাইব্রেরীর সিঁড়ির উপর
বসে পড়ল ও চিত্কার দিয়ে অঝোরে কাঁদতে
লাগল। সবাই এতক্ষন তাদের ঘটনাটি লক্ষ্য
করছিল।
।
আর শুভ ঠিক তখনি তাঁর মোটর বাইক নিয়ে
হন হন
করে ক্যাম্পাস থেকে
বেরিয়ে চলে গেল। ইতি এক পলকে শুভর গমন
পথের দিকে তাকিয়ে রইল।
তার ঠিক ১ঘন্টা পরে ইতির কাছে
শুভর নাম্বারে থেকে কল আসে।
.
=হ্যালো আপনি কি ইতি বলছেন?
=জ্বি হ্যাঁ।
=আমি সদর থানা থেকে
বলছি। আপনি কি একটু হাসপাতালে আসতে
পারবেন?
=কেন কি হয়েছে?
=আগে আসুন পরে সব জানতে পারবেন।
=ওকে আমি এক্ষুনি আসছি।
.
হঠাত্ কেন যেন বুকটা কেঁপে উঠল
ইতির। কষ্টগুলো যেন আরো বেড়ে গেল।
আসলে শুভ রোড এক্সিডেন্ট
করেছে। পুলিশ তাকে সনাক্ত করতে
পারছেনা। চেহারার অস্তিত্ব বুঝা যাচ্ছে
না শুভর।
ইতি হাসপাতালে যেতেই পুলিশ তাকে
শুভর কাছ
থেকে পাওয়া তার মোবাইল ফোন ও একটি
"নীল চিঠি" ইতির হাতে তুলে দিলেন।
।
ইতি নীল খামে আবদ্ধ চিঠিখানা পেয়ে
হঠাত্
চমকে উঠল। এতো সেই নীল চিঠি। তাহলে
কি
শুভই. . . . . .
।
চিত্কার দিয়ে উঠল ইতি। এক দৌড়ে
শুভর লাশের কাছে গিয়ে ঝাপিয়ে পড়ল।
=শুভ কথা বল? কথা বল শুভ?,,,,,,,,,,,,
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন