অার কবিতা নয় !
অার কবিতা নয় !
______________________________________
অার কবিতা লিখতে চাইনা,
কবির কল্পনা নদীর বাঁকের মত
অাঁকা বাঁকা, নারীর মনের মত স্বপ্নীল,
অথবা -
শিশিরের মত শুভ্র, না বলা মনের কথা,
অনেকটা ঝপসা কুয়াশার মত অভেদ্য।
কবিতার কথা কখনো শুকনো লংকা,
কখনো অালু বেগুনের সালুন।
কেউ অাবার কবিতা লিখেন অভুক্ত
শিশুর মর্মস্পর্শী বেদনামাখা মুখোচ্ছি দিয়ে,
কেউ দেন চৈত্রের একা থাকার বাস্তবতা।
যেন পেতেই হবে ভালোবাসা এক্ষুণি -
তা যেমনি হোক।
কবিতায় কি না করেন কবি?
স্তন জুগলের চিত্র, তার নোনা স্বাদ,
শরীরটাকে চুষে দেখা, ঠোটের বর্ননা, লাল টিপ, কালো কাজল, খয়েরী শাড়ি, ভ্রু, কবি দেখাতে পারেন অারো কিছু,
অামি তা জানিনা।
একটু সজাগ কবি ধিরে ধিরে খুলেন কবিতার বসন।
না কবিতা লিখবোনা ।
সে অামাকে বলেছে, কবিতা নয়, কবিতা লিখে সময় নষ্ট করোনা ।
এসো ভালোবাসা খেলি।
অনেক ভালোবাসা,যা দেখনি কখনো !
শুভ😍😍😍
ভালোবাসি তোমায় আমি,
তোমার থেকেও অনেক অনেক
অনেক বেশি!
মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে
তুমি কি শুধুই আমার স্বপ্ন,
নাকি আমার বাস্তবতা?
তুমি কি আমার ভালোবাসা,
নাকি আকাশে উড়ে যাওয়া কোন
মেঘমালা?
জানতে ইচ্ছে হয়
তোমাকে কি আমি সত্যিই
এতটা ভালোবাসি?
যতটা না নিজেকে ভালোবাসি!
ইচ্ছে হয়- নিজের অজান্তেই
তোমাকে বলে দেই,
কতটা ভালোবাসি তোমাকে!
পরক্ষণেই কোন এক ভয়
আমাকে আকড়ে ধরে!
সে ভয় আর কিছুই নয়,
সে তোমাকে হারানোর ভয়!
ইচ্ছে হয়, তোমাকে নিয়ে নীল
আকাশে উড়ে বেড়াই
হেঁটে বেড়াই অচেনা গ্রাম্য পথে।
ইচ্ছের ঝুড়িতে বাঁধা পরে,
তোমাকে নিয়ে নদীর জলে খেলা
করার সঁখ, তোমাকে নিয়ে বৃষ্টিতে
ভেঁজার সঁখ অনেক দিনের,
বৃষ্টির জল গুলো হাতের মুঠোয়
নিয়ে দেখবার সঁখ! তা কি তুমি কাছে
থাকার মূহুর্ত গুলোকে মনে আটকে
রাখতে পারবে?
নাকি জলের মতই ঝরে পড়বে অঝর
ধারায়!
ইচ্ছে হয়, তোমাকে নিয়ে জ্যোৎস্না
স্নান করব নিশ্চুপ রাতে
রাতের পথে হেঁটে বেড়াবো তোমার
হাতটি ধরে।
রাতের মিষ্টি প্রহর গুলোকে অনুভব
করব নিজের মাঝে!
আজ সত্যি তোমাকে খুব
বলতে ইচ্ছে করছে,,
ভালোবাসি তোমায় আমি,
তোমার থেকেও
অনেক অনেক অনেক
বেশি!
যদি কখনও কাউকে হারিয়ে ফেলো এবং তার
জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে
একাই এসেছিলে …………
.
তাই তোমাকে একাই পথ চলতে হবে। আর যদি
অনেক কষ্ট পাও তখন কষ্টটাকে সুখ ভেবে মেনে
নাও এবং সেখান থেকে শিখো …………
.
তারপর আবার পথ চলতে শুরু কর। কারন স্বার্থপর এই
পৃথিবীতে কেউ কারো নয় …………
.
মনে রেখো দুঃখ বা সুখ দুইটাই কাগজের নৌকার মতো... একটাও খুব বেশিদিন স্থায়ী হয় না....
.
নিদ্রাহীন কোন এক রাতে;
গাছ থেকে ঝড়ে পড়া,
পাতার আওয়াজে যদি;
চমকে উঠো তুমি!
তাহলে ভেবে নিও;
ঝড়ে পড়া সেই_
পাতাটা ছিলাম আমি....!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন