ভালোবাসা গল্প আসলে ভালবাসতে জানলে ফেইসবুকেও ভালবাসা হয়।
ভালোবাসা গল্প,,,,,
আসলে ভালবাসতে জানলে ফেইসবুকেও ভালবাসা হয়। অনেকে ফেইসবুকে স্টেটাস দেয় যে ফেইসবুকে নাকি ভালবাসা হয় না। আমার খুব হাসি পায় কারন ভালবাসা টা ফেইসবুকে থাকেনা,থাকে মানুষের মনে তাহলে মিছে মিছে ফেইসবুক কে দুষারূপ করে কি লাভ।
হয়তো পরিচয় টা ফেইসবুক থেকেই হয় তারপর এটা আর ফেইসবুকে থাকেনা, চলে যায় ইমোতে, ইমো থেকে মোবাইলে মোবাইল
থেকে, চলে যায় পরিবারে পরিবার থেকে পরিজন পরে আত্বীয় স্বজন এভাবেই ছড়িয়ে পড়ে ভালবাসা। আর ভালবাসার বাহক টা হল ফেইসবুক। চল আর কথা বাড়াবো না মুল কাহিনিতে যাই।
মেয়েটির নাম মুন বাড়ি ভারত বর্ষে ছেলেটির না মাসুদ তার বাড়িও ভারতে তবে অনেক দুর
মুনের বাড়ি থেকে। প্রায় দুই দিন লাগে যেতে।
ফেইসবুকে তাদের পরিচয় হয়। প্রথমে ফ্রেন্ডশিপ হয় কথা বলতে বলতে ভাল লাগা
ভাললাগা থেকে ভালবাসা হয়ে যায়। দুজন দুজনকেই না দেখে ভালবেসে ফেলে।
তারপর তারা ওয়াটশাপ এর মাধ্যমে কথা বলা শুরু করে পরে মোবাইলে এক কথায় যখন যেটাতে পারতো কল দিত।
কয়েক দিন পর তারা পিক এর মাধ্যমে দেখেছে
রিয়েল ভাবে কেউ কাউকে দেখেনি।এভাবে তাদের প্রেম চলতে থাকে।দুজনে অনেক
স্বপ্ন দেখতে থাকে তাদের ছোট একটা ঘর হবে ছোট একটা বেবি এই ঘর টা তে ছুটাছুটি করবে
কয়েক মাস পর একদিন মুনকে মাসুদ বলল তার একটা মারাত্বক অসুখ আছে। ওটা হলে নাকি বেবি হয় না। তোমাকে বিয়ে করে তোমার জীবন টা নষ্ট করতে চাই না তুমি জীবনেও মা হতে পারবে না।
মুন বলল তোমাকে ভালবেসেছি বেবি যদি কিসমতে না থাকে তাহলে কিছুই করার নেই আমি তোমাকেই বিয়ে করবো নইলে কাউকেই কোন দিন বিয়ে করবো না।
তারপর মাসুদ বলল তাহলে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো কারন আমার যা বলার বলেছি আমাকে মিথ্যেবাদী বলতে পারবে না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না।
কিছুদিন পর মাসুদের শরির অনেক খারাপ হয়েগেল সে ডাক্তারের গিয়ে কিছু টেস্ট করলো। টেস্ট গুলার রিপোর্ট দিল মুন জানতে চাইলো রিপোর্টে কি আসলো। মাসুদ বলেনি
মুন তার কসম দিল যে না বললে আমার মরা মুখ দেখবে।তখন মাসুদ বলল রিপোর্টে আসছে আমি আর ৫ বছর বাঁচবো।
মুন কথা টা শুনে অনেক কাদলো তারপর বলল কেন এমন মজা করছো।মাসুদ বলল তোমার কসম দিছ আমি কেমনে মজা করি
সত্যি আমি আর পাঁচ বছর বাঁচবো।
তখন মুন বলল ফালতু কথা বললনা তুমি অনেক দিন বাচাবে আমরা যা স্বপ্ন দেখেছি
সব পুরা হবেই ঐ ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে।তুমি আমার এখানে আসো আমি নিজে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে
যাবো। আমার আপন মামা একজন বড় ডাক্তার দুইটা নার্সিংহোম উনার আছে।
এখানে আসো দেখবে তুমি ভাল হয়ে যাবে।
মাসুদের একটা স্বপ্ন ছিল সে পুলিশ হবে।
মুন বলল তুমি বেশি বল না তুমি আবার ভাল হবে তোমার কিছুই হয়নি তুমি পুলিশ হয়ে আমাকে শাসন করবে আর বলবে বেশি বল বল করোনা নইলে হাজতে ভরে দেবো প্লিজ বাজে চিন্তা করনা তুমি অনেক দিন বাচাবে।
মাসুদ কোন কথা শুনেনি কারন সে জানে পৃথিবীর যেই ডাক্তারের কাছে যাক না কেন এই রিপোর্টই আসবে। সে কোন দিন ভাল হবেনা
আর পাঁচ বছর বাঁচবে।
এখন সবার কাছে আমার প্রশ্ন মুনের কি করা
উচিৎ........
আশা করি সবার মতা মত টা জানাবেন.....
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন