....স্বপ্নে পাওয়া হবু বউ.....



....স্বপ্নে পাওয়া হবু বউ.....
♥স্বামী: কই গো! শুনছো! আমি নামায থেকে
এসেই খাবার খেয়ে মাদ্রাসায় যাবো।
,
স্ত্রী : (রান্না ঘর থেকে) ঠিক আছে। তুমি
নামায পড়ে এসো। খাবার প্রস্তুত হয়ে যাবে
ইনশাআল্লাহ্।
,
স্বামী: বউ ও বউ! একটু এদিকে আসো তো!!
,
স্ত্রী : (কিছুটা বিরক্ত হয়ে) আহা! এ সময়
আবার ডাকাডাকি কেনো?
,
স্বামী : আরে আসোই না।
,
স্ত্রী : আচ্ছা,আচ্ছা,আসতেছি। আর পারি না।
(স্বামী ঘরের ভিতরে মুচকি মুচকি হসছে)
,
স্ত্রী: হুম, আসলাম। কি হয়েছে মহারাজের!
শুনি তো!!
,
স্বামী: স্ত্রী কে ডান হাতে বুকের সাথে
আগলে ধরে বাম হাতে দরজাটা বন্ধ করে
দিলো।
,
স্ত্রী: আরে,আরে কি করছো! ইশ,! ছাড়ো তো!
কেউ দেখে ফেলবে। রান্নার সময় কেউ ডাকে!
ভাতটা পুড়ে যাবে তো!
,
স্বামী: স্ত্রীর এমর ছটফট দেখে মুচকি মুচকি
হসছে। এবার উভয় হাত দ্বারা স্ত্রীর মুখখানা
উপরে তুলে কপালে একটা ছোট্ট ভালোবাসার
চুম্বন এঁকে দিলো সে।
,
স্ত্রী, নির্বাক হয়ে চোখ নিম্নগামী করে
লাজুক লতা হয়ে রইলো। আর মুচকি হাসির
রেখা তার মুখে।
,
এবার স্বামী স্ত্রীর থুতনিতে আঙ্গুল লাগিয়ে
চাঁদমুখটা উপরে উঠিয়ে চোখে চোখ রেখে
বলল, সোনা পাখি! রাসুল সা: কখনো কখনো
নামাযে যাওয়ার আগে
আম্মাজান আয়েশা সিদ্দিকা (রাযি:) কে
চুম্বন করে যেতেন,
তাই আমিও তোমাকে চুম্বন করে রাসুলের এর
একটি পবিত্র সুন্নত আদায় করলাম।
এবার যাও সোনা! রান্না করো গিয়ে।
,
স্বামী নামাযে চলে গেলো। স্ত্রীর মনে এমন
এক ভালোবাসা ও ভালো লাগা জন্ম নিলো,
যার
কোনো তুলনা হয় না। মনে মনে প্রতিজ্ঞা করলো,
এই ভালোবাসার মানুষটিকে সে কথনো কষ্ট
দিবে না।
অন্তকাল তার কল্যাণ কামনায় নিয়োজিত
থাকবে।
চিরকাল কৃতজ্ঞ ও অনুগত হয়ে থাকবে স্বামীর।
তার প্রতিটি ভালো লাগা ও পছন্দের প্রতি
নজর রাখবে সে।
,
,
রাসূল সা: স্বীয় স্ত্রীকে কিভাবে
ভালোবাসতেন, সেসব জেনে আমল করার
দ্বারা একদিকে যেমন স্বামী-স্ত্রীর মধ্যে
মহাব্বত বৃদ্ধি পাবে, অপরদিকে একটি সুন্নতের
উপরও আমল হবে। ভালোবাসার জন্য দিবসের
প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটা সুন্দর মন ও
পরিচ্ছন্ন হৃদয়ের। তবেই প্রতিনিয়ত ভালোবাসা
প্রকাশ পেতে থাকবে।
ভ্যালেন্টাইন, টাইটানিক আর ফরহাদ, মজনুকে
নয়।
ভালোবাসার প্রতীক বানাও রাসূল সা: কে।
সর্বক্ষেত্রেই তাঁর আদর্শে রয়েছে শান্তি ও
সুখের বার্তা। যা
অনাবিল শান্তির পথ উন্মুক্ত করবে।
  মোঃ তানভীর হোসাইন শুভ,😍

: বাবু কি কর?
: মুড়ি খাই। খাবা?
: নাহ্ তুমি খাও সারাদিন খালি খাবা, আর রাত হলে বলবা আমি কেন মোটা হই।
: আরে নাহ্ মুড়ি খাইলে কেউ মোটা হয় না। আর আমি মোটা হলেও তোমার তো কোন সমস্যা নাই, বালিস হিসাবে না হয় আমার ভুড়ি টাই ইউজ করিও।
: মটু, তোমাকে কিছুই বলে শান্তি নাই। সব সময় খালি মজা কর
: ওকে কি বলবা বলো ।
.
: কাল আমার সাথে একটু দেখা করতে পারবা।
: কেন।
: পারবা কিনা তাই বল।
: ওকে।
: ওকে বাই। ভাল থাক মটু, গুড নাইট।
: গুড নাইট।
.
কাল তো দেখা করতে চাইলাম, বলে মানি বেগের দিকে হাতটা বারালাম,যদিও ও কখনোই আমার টাকা খরচ করতে দেয় না। কখন ফাস্ট ফুডেও যায় না। কেম্পাসে বসেই ফুসকা বাদাম এরবেশি কিছু কখন খায় না । তবুও নিজেকে কেমন ছোট ছোট লাগে। এট লিস্ট রিকসা ভাড়া টাতো আর ওকে দিতে বলা যায় না। কিন্তু একি মানি ব্যেগ এ মাত্র ২৫ টাকা আছে এখন কি করি। এ মাসের ম্যেস ভাড়া টাও এখনো দেওয়া হয়নি। সাথি, সবি জানে তবুও কেন যে দেখা করতে চেয়ে আমার বিপদটা আরো বারিয়ে দিল জানি না।
.
(সকাল ৯:৪০)
.
আজও ৪০ মিনিট দেরি করে এসেছি। আজ যে কি হবে আল্লাই জানে। যা মুখ ভার করে বসে আছে।
.
: সাথি,, কেমন আছ বাবু। (বলে যেই বসতে গেছি, ও উঠে যেত ধরল। ওর হাতটা টেনে ধরলাম)  কি হয়েছে বাবু। আমার মেসে একটা সমস্যা ছিল তাই  আসতে দেরি হইছে প্লিজ রাগ করোনা।
.
: আমি ডাকলেই তোমার মেসে সমস্যা থাকে না।
: ওকে বাবা আর হবে না। এই আমি কান ধরে উট-বস করছি।
: এই কি করছ ছিঃ লোকে দেখলে কি বলবে।
: হিহিহি, যা বলে বলুক।  আচ্ছা কেন ডেকেছ বল।
: (একটা পেকেট আমার হাতে ধরিয়ে দিল সাথি, আর বলল) এটা বাসাতে গিয়ে খুলবা।
: ওকে মহারানী । এবার চল কিছু খাই।
: নাহ্। তোমার কাছে না টাকা নাই। আর কাল থেকে Exam বাসায় গিয়ে পরতে বস যাও। আর এখন আমাকে একটা রিকসা ডেকে দাও।
.
সাথি, কে বিদায় দিয়ে একটা Gold  leaf সিগারেট ধরিয়ে মেসে আসলাম। কাল Exam, একটা মাত্র পরার উপযুক্ত পেন্ট তাও রং উঠে শেষ। ভাবতে ভাবতে পেকেটটা ছিরছি।
.
পেকেট খুলেই তো আমি  অবাক একটা লাইট ব্লাক জিন্স। আর একটা হলুদ খাম। খামটার ভিতর কিছু টাকা আর একটা চিঠি।
.
বাবু
আমি জানি তুমি অবাক হয়েছ। কাল মার্কেটে গিয়ে ছিলাম আর তখন মনে হল তুমি সব সময় এই একটা পেন্ট-শার্ট টই পরে আসো তাই এটা নিলাম। আর এখানে  ২৫০০ টাকা আসছে মেস এ দিও। এবং একটা শার্ট নিও।
.
এই যে মিস্টার মটু এটা আপনাকে ফ্রি দিচ্ছি তা মনে করবেন না। বিযের পর সুদে আসলে তুলে নিব।
"সাথি "
.
পাগলিটার কান্ড দেখে চোখ বেয়ে পানি বেরিয়ে আসছে। এখন খুব ইচ্ছা করছে চিৎকার দিয় বলতে ,  I LOVE YOU... সাথি,,.......
.
.
#_পোস্ট_ভালো_লাগলে ..#_কমেন্ট_করে_জানাবেন_
অবশ্যই,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.