বাংলা লাভ স্টোরি সব ছেলেরা খারাপ সব মেয়েরা ও খারাব
যে মেয়েটা চোখমুখ শক্ত করে এখন বলছেঃ "সব ছেলেরাই এক রকম" তাকে দোষ দিও না জেনে রাখো, একটা ছেলে তাকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙ্গে চলে গেছে একটা ছেলে তাকে প্রতিনিয়ত মিথ্যে বলে গেছে একটা ছেলে দক্ষ খেলোয়াড়ের মত তাকে নিয়ে খেলেছে, তারপর ফেলে রেখে চলে গেছে
যে ছেলেটা কপাল কুচকে এখন বলছেঃ "শালার মেয়ে মানুষ মানেই খারাপ" তাকে ভুল বুঝো না জেনে রাখো, একটা মেয়ে কোন এক বিকেলে তার হাতটা শক্ত করে ধরে অভিনয় করেছিলো একটা মেয়ে তার বুকের মাঝে জায়গা করে নিয়ে হুট করে জায়গাটা শূন্য করে দিয়ে চলে গেছে একটা মেয়ে তার অনেকগুলা দিনের বিশ্বাস চুরমার করে ভেঙ্গে দিয়ে গেছে
তিন বার রাস্তা পার হতে গিয়ে তিনবারই যে ছেলেটা বাসের নিচে পড়তে গেছিলো, সে ফাঁকা রাস্তায়ও পার হতে ভয় পাবে ভরসা পাবে না
জীবনে দুইবার কাচের গ্লাস হাতে নিয়ে দুইবারই যে মেয়েটার হাত ফসকে গ্লাস ভেঙ্গেছে, সে আর কখনোই নিজের হাত দুটোকে বিশ্বাস করতে পারবে না ভয় পাবে ভীষণ ভয়
সবাই এক না সব ছেলে এক না সব মেয়ে এক না সব মানুষ এক না কিন্ত ভেঙ্গে যাওয়ার ভয়টা একই বিশ্বাস ভেঙ্গে যাওয়ার ভয়, স্বপ্ন ভেঙ্গে যাওয়ার ভয়
তবু রিস্ক নিয়েই দেখো না" বলাটা খুব সহজ একবার যে ভেঙ্গেচুড়ে শেষ হয়ে গেছে, একবার যে অসম্ভব রকমের কষ্ট পেয়েছে, একবার যে স্বপ্ন ভাঙ্গার অনিঃশেষ যন্ত্রণা সহ্য করেছে, তার জীবনে "রিস্ক" বলে কোন শব্দ অবশিষ্ট থাকে না
যে কোন খেলাতে রিস্ক নেয়া যায় নিজের জীবনটা নিয়ে রিস্ক নেয়া যায় না জীবনটা যে খেলা না হৃদয়টা যে খেলনা না.....
গল্পটা সবাই পড়বেন এবং শেষে উত্তর
দিবেন!
.
ছেলে: এই শোনো,তুমি মিষ্টি না?
মেয়ে: হুমম,কিছু বলবেন?
ছেলে: না।
মেয়ে: তাহলে ডাকলেন কেন?
ছেলে: এমনি-ই।
মেয়ে: আপনি কি পাগল নাকি মাথায় ছিট
আছে?
ছেলে: বলতে পারো দুটোই!
মেয়ে: পথ ছাড়ুন,আমি কোন পাগলের সাথে
কথা বলি না!
ছেলে: আমি তো তোমার জন্যই পাগল
হয়েছি!
একমাত্র তুমি-ই আমাকে ভালো করতে
পারো!
মেয়ে: মানে?
ছেলে: মানে আমি তোমাকে বিয়ে করতে
চাই!
মেয়ে: মাইনে কত?
ছেলে: মানে?
মেয়ে: বলছি মাসে কত ইনকাম করেন?
ছেলে: এইতো-সামান্য কিছু!
মেয়ে: আপনি কোন সাহসে আমার সাথে
প্রেম করতে
এসেছেন?
দুই মাস পর একটা কোম্পানির এমডির
সাথে আমার বিয়ে হবে!
আপনি তো তার বাড়ীর
চাকর হবারও যোগ্য না!
ছেলে: তাই নাকি?
আপনি আপনার হবু স্বামীকে দেখেছেন?
মেয়ে: না,আজই তার সাথে দেখা হবে।সে
আমাদের বাসায় আসবে!
ছেলে: না।সে আর আপনাদের বাসায় যাবে
না!
মেয়ে: মানে,আপনি জানলেন কি করে?
ছেলে: কারণ সেই মানুষটা
আমি-ই!
মেয়ে: তু-তু-তুমি!
কি বলছো?
ছেলে: হুমম,যা সত্যি
তা-ই বলছি!
মেয়ে: ওয়াও,কি হ্যান্ডসাম তুমি!
তোমার মত একজন
ছেলেকেই তো আমি মনে মনে খুঁজছিলাম!
ছেলে: কিন্তু আমি আপনার মত মেয়েকে
খুঁজিনি।
আমি খুঁজেছি এমন একটা
মেয়ে,যে আমার টাকাকে
নয়,ভালোবাসবে শুধু
আমাকেই।আমি সত্যি-ই দুঃখিত!
আপনার মত অর্থলোভী
মেয়েকে আমি বিয়ে করতে পারবো না!
আমি চললাম।ভাল থাকবেন।
.
ছেলেটি কি ঠিক করেছে মেয়েটিকে
বিয়ে না করে?
(👉👉YES & no )🙋🙋 ✌️
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন