বাংলা লাভ স্টোরি


সবটা পড়বেন নাহলে বুযবেন না

একটা পাগলি মেয়ের আদরের চুম্মা
আমি:-জানু পেট ব্যাথা করতেছে।
মেয়ে--কেন?
আমি:-কাল তোমার পচা লিপস্টিক খেয়েছি তাই।
:-ভাল তো,তাহলে জোর করে আমার লিপস্টিক খেলে কেন।
আমি:-তখন কি আর বুঝেছিলাম যে তোমার লিপস্টিক অত্ত খারাপ হবে।
মেয়ে :-এখন তো জানলে।এরপর থেকে আর আমার লিপস্টিক খাইবে না আর তোমার পেট ব্যাথা ও হবে না।
আমি:-হুম আমিও ভাবছি তোমার লিপস্টিক আর খাবো না।আমাদের কলেজে একটা মেয়ে আছে।যার নাম নেহা।ওর ঠোট টা অনেক সুন্দর,আমার মনে হয় যে ওর লিপস্টিক খেতেও খুব মজা হবে
মেয়ে :- কি(রেগে গিয়ে)এই কুত্তা তুই কি বললি? আমারে ছাড়া তুই অন্য মেয়ের দিকে তাকালে তোর চোখ আমি তুলে ফেলবো।
আমি:-আমি কি বলছি কোনো মেয়ের দিকে তাকাবো? আমি তো বলেছি শুধু নেহার লিপস্টিক খাবো।
মেয়ে :-ঐই তুই আবার বললি নেহার লিপস্টিক খাবি। আজ তোর একদিন আর আমার যত দিন লাগে।
আমি:-এই ছাড়,কি করছো তুমি। জানো না স্বামী এর পায়ের নিচে স্ত্রীর বেহেশত।
সল্ম
মেয়ে:-লুচ্চা,বদমাশ, বান্দর,শয়তান,কুত্তা,আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের লিপস্টিক খাওয়ার কথা মুখে আনলে তোর মুখ সেলাই করে দিবো।
আমি:-তাহলে আমি কার লিপস্টিক খাবো।
মেয়ে :-আমার লিপস্টিক খাবি।
আমি:-তোমার লিপস্টিক খেলে তো আমার পেট ব্যাথা করে।
মেয়ে :-তাও তোকে খেতে হবে। এই নে এক্খুনি খা....... উউউম্মম্মম্মাহ।
আমি:-হাহাহা..হিহিহি😁😁😁😁😁
মেয়ে :-হাসিস কেন?😃
আমি:-তোমাকে বাজিতে হারালাম বলে।তুমি কাল বলে ছিলে যে কখনো তুমি জোর করে আমায় উম্মা খাবা না, আজ কিন্তু তা খেয়েছ।
মেয়ে :-তবে রে শয়তান...এই দ্বাড়া বলছি, ধরতে পারলে তোর খবর আছে।
[কী বুজলেন???? সত্যি ভালবাসা এমনি হয়....আর মেয়েরা কাউকে মন থেকে ভালবাসলে সেটার ভাগ কখনো অন্য কাউকে দিতে চাই না ]
বি:দ্র:- লেখক কিন্তু কোনো মেয়ের লিপস্টিক খাই নাই আমার সম্পর্কে অাবার অন্য কিছু মনে করেন না। 😁😁
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(পাগল),,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.