বাংলা লাভ স্টোরি
বাংলা লাভ স্টোরি
যে ছেলেটি সামান্য মশার কামড় অথবা ইনজেকশন এর
সিরিজকে ভয় পেত সে ছেলেটিও নির্ভয়ে চোখ বন্ধ
করে ড্রাগ নেয় , মাঝে মাঝে নিজেকে রক্তাত্ত
করে ফেলে অন্ধকার ঘরে ...
*
*
যে ছেলেটি কোন দিন রাত জাগত না , মায়ের আঁচলের
মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ত একটু রাত হলেই এখন
সেই ছেলেটিই জাস্ট একটা ফোন অথবা মেসেজের
অপেক্ষায় সারারাত জেগে থাকে ...
*
*
যে ছেলেটি ওষুধ খাওয়ার
ভয়ে লুকিয়ে থাকতো টেবিলের নিচে, সেই ছেলেটিই
নির্ভয়ে ঘুমের ট্যাবলেট খেতে থাকে কষ্ট গুলো নিজের
কাছে লুকিয়ে রাখতে ...
*
*
যে ছেলেটি কোন দিন নিজের চেহারা পর্যন্ত
আয়নাতে দেখত না। কিন্তু সেই ছেলেটিই তোমার
ছবি প্রতিদিন দেখে ঘুমাতে যায় , ঘুম
থেকে উঠে তোমার ছবি দেখে ...
.
.
মানুষ ভালবাসে একটু ভালবাসা পাওয়ার জন্য ,
ভালো থাকার জন্য , সারাজীবন চোখ বন্ধ
করে একজনকে বিশ্বাস করে পুরো জীবনটা তার
সাথে কাটার জন্য , সব কিছু সবার সাথে শেয়ার
করা যায় , কিন্তু আবেগ, ভালবাসা একজনকেই শেয়ার
করা যায় ... ওই সময়টুকু হাজার চেষ্টা করলেও অন্য
কারো জন্য আসে না ... মানুষ ভুলকরবেই ,কিন্তু এক
ভুলের জন্য সারাজীবন ওই ভুলের মাশুল
পাবে জিনিসটা পুরো অযুক্তিক , কারন খুব কষ্ট
না পেলে ছেলেরা চোখের পানি ঝরায় না , নিজের
ক্ষতিও করেনা , কারন ছেলেরা নিজের প্রিয় জিনিসের
জন্য অনেক স্বার্থপর , প্রিয় জিনিসের ভাগ কখনই
কাউকে দিতে চায়না।।
শুভ,
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন