বাংলা লাভ স্টোরি অবহেলা
বাংলা লাভ স্টোরি অবহেলা
আজ আপনি আপনার প্রিয়জনটিকে অবহেলা
করে ফোন দিলেন না ।
সে আজ রাতে না ঘুমিয়ে বালিশ
ভেজালো ।
আপনি তাকে যতই ভালোবাসুন না কেনো,
তার এই কান্নায় আপনি এক ধরণের ভালো
লাগা অনুভব করবেন ।
পরের দিনও আপনি তাই করবেন ।
আবার সেই অবহেলা ।
এবারও খোঁজ নিয়ে জানতে পারবেন এদিকে
সে চোখের পানি ঝরাতে ব্যস্ত ।
আপনি ভাববেন, "বাহ ! সে তো আমাকে খুব
ভালোবাসে ।"
আপনার ভেতরে অদ্ভুত এক ধরণের অনুভূতি
হবে,বেশ ভালোও লাগবে !
আপনি ভাববেন, "এভাবে যতই অবহেলা করব,
সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে
।"
আস্তে আস্তে আপনি আরো বেশি অবহেলা
করা শুরু করবেন ।
এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন
আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর
ঘুমে মগ্ন । তার চোখে আর পানি নেই ।
.
.বুকের বামপাশটা চিনচিনিয়ে উঠবে
আপনার ।
নিজেই নিজেকে প্রশ্ন করবেন, "একি ! আজ
সে কাঁদলো না কেনো ? সে কি আমাকে
আর ভালোবাসে না ?"
আপনি নিজেও জানেননা আপনার সেই
অবহেলা আপনাকে তার কাছ থেকে কত দূরে
সরিয়ে নিয়ে গেছে ।
আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে
না ।
সে হাসবে ।আপনার ভালোবাসায় সে
যেমন হাসবে, তেমনি আপনার অবহেলাকেও
হাসিমুখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘুমিয়ে
পড়বে ।
অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন
করা যায় না । যেটা করা যায়, তা হল
সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ ।
ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা
দিয়ে ।
অবহেলা বড়ই খারাপ জিনিস । শুধু মানুষ
কেনো,
কেউই এটি সহ্য করতে পারে না ।
বাড়ির উঠানে সারাদিন পরে থেকে যে
কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর
দিনভর অপেক্ষা করে, সেটিকে একবার
অবহেলা করে দেখুন ।
দেখবেন, দুইদিন পর সেই কুকুরটিও নিরুদ্দেশ
হয়ে যাবে আপনার উঠান থেকে ।
শত জনমের ভালোবাসাকে নিমিষেই
নিঃশেষ করতে আপনার এক মিনিটের
অবহেলাই যথেষ্ট ।
আপনার প্রিয়তমা আর আপনার শত
অবহেলাতেও কাঁদবে না ।
একাকীত্বকে যে একবার ভালোবেসে
ফেলে সে কখনো কাঁদে না ।
দিনশেষে, আপনি আপনার আগের
মানুষটিকে খুঁজবেন ।
কিন্তু সে তখন একাকীত্বকে আলিঙ্গন করে
মুখে এক চিমটি হাসির রেখা টেনে গভীর
ঘুমে ব্যস্ত...
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন