ছেলেদের সাইড বাংলা লাভ স্টোরি
✌✌ ছেলেদের সাইড নিয়ে কথা বলছি,
একটি ছেলে আমার ভাইয়া,
একটি পুরুষ আমার বাবা,
একজন পুরুষ যে হবে সে,
আমার ভবিষ্যৎ।
তাই কথাগুলো সব মেয়েরাই পড়া উচিত।
রাস্তায় হেঁটে যাচ্ছি।
পিচন থেকে একটি ছেলে কিছু বললে অথবা শিষ বাজালে।
এটা ইভটিজিং এবং ওরা মানুষ রূপি,,
অমানুষ!
ওদের কি ঘরে মা বোন নেই।
এই কথা কেনো আসলো।
কারন
আমরা মেয়ে মেয়েরা হচ্ছে মায়ের জাতি,,
তাদের সম্মান দিতে হয়,
আচ্ছা,,✌✌✌✌✌
যখন মাথায় তৈল দিয়ে নম্র ভদ্র শান্ত ছেলেটি গার্লস ইস্কুলে সামনে দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে।
তখন হু হু হু করে হেসে ওটার কি দরকার ছিলো।
তাদের কে বিব্রত করা ,,, আমরা মায়ের জাত।
আমাদের ঘরে কি বাবা ভাইয়া নেই,,
ছেলেটি কি বাবার জাত না।
কেনো ওকে কি সম্মান দেওয়া যায় না।
ওকে মেনে নিলাম ✌✌✌
আচ্ছা প্রেম করছি ২ জনেই ,,
প্রেমিক সাহেব,,,, ও তো,, বেকার।
ছাএ মানুষ।
তাহলে কেনো আমরা তাদের মিসকল দিবো।?
ও যদি একটা সিগারেট কম খেয়ে।
১০ টা লোড করতে পারে?
আমি কেনো ১০ টাকা দিয়ে একটি হেয়ার ব্যান্ড না কিনে ।
কল করার জন্য পয়সা জমাতে পারি না??
বন্ধুরা মিলে রেস্তোরাঁ আড্ডা দিচ্ছি।
আড্ডার ফাকে মুখরোচক খাবার ও খেলাম
কয়েক পদের।
আচ্ছা ছেলে বন্ধুটি কেনো মানিব্যাগ বের করে তার বিল দিবে!!!!!??
আমার পার্সে থেকে কি টাকা টা বের হয় না
!!!!!!!!!!!!!
ও তো আমাকে টেডিবিয়ার ,, চকোলেট,,, কতো কিছু উপহার দেয়!!!!!
কই আমি তো তাকে ১০ টাকা দিয়ে একটি গোলাপ ও কিনে দেওয়ার কথা মনে করি না !!!
১০ টাকা কি বেষ্টুর থেকে বেশি নাকি ,,,
কিন্তু তা আমরা করি না ""!!!
বাসের সিট ছেড়ে দিয়ে,,,
লাইন এ দাঁড়িয়ে যাচ্ছে ।
নারীজাতিদের সম্মান করে
তার সিট এ বসতে দিচ্ছে।
(লেডিস ফাস্ট)
বিপদে পড়লে দৌড়ে আসছে।।
আনন্দে হাসছে,,,,
বেদনায় সান্তনা দিচ্ছে,,
আশা দিচ্ছে,,
ভরসা দিচ্ছে,,
রাগ করে গালি ও দিচ্ছে,,
আবার
অতি কষ্টের ভাগীদার হয়ে গোপনে কাদঁছে ,,,
কখন ও ভেবেছেন সম্মানীত মা জাতি হিসেবে,,,,
না,,
ভেবে দেখেন নি,,,
কারন
আমরা আমাদের কেই বড় মনে করি,,,
কিন্তু না,,,,
কেমন লাগে তখন ঐই তেল মাখা ছেলেটি যখন সে বুজতে পারে,,,
একদল মেয়ে তাকে নিয়ে হাঁসছে ???
প্রেমিক ছেলেটি কয়েক মিনিট কথা বলার জন্য কতো কষ্ট করে টাকা রিচার্জ করছে,,,
কতো ধান্ধা মাথায় নিয়ে টাকা টা জোগাড় করেছে,,,,,
কিন্তু ভেবেছি কি কখন ও,,, আমরা,,, তার কলের জন্য ওয়েট করছি,,,,,,
কিন্তু কল করছি না,,,,
সাধারন
ঈদে আমরা নিজেরা ও মার্কেটিং করে ও বফ এর সাথে মার্কেট এ যাই,,,, হ্যাঁ সবার একটু না একটু ইচ্ছা থাকে।
তার গফ কে মার্কেট করে দিবে।
কিন্তু কখন ও ভেবেছি কি টাকা গুলো হয় তো তার পরিবার কে মার্কেটিং করাবে বলে এনেছে নিজে মার্কেট করবে বলে এনেছে,,, একটার পর একটা ড্রেস পছন্দ করেই যাচ্ছি,✌✌✌✌✌✌,,
কিন্তু তখন যদি আমরা বলি ,,,
এতো টাকা দিয়ে ড্রেস কিনে না দিয়ে,,,
আমাকে হালকা কিছু দাও,,কারন তার পরিবার সবাই তার মুখের দিকে চেয়ে আছে,,,
বাকি টাকা দিয়ে,,
তুমি তোমার পরিবারের সবাই কে কিনে দাও।।।। তখন
সে কতো খুশি হবে,,
সে নিজে ও জানে না,,,,
হ্যাঁ আমার একটা ড্রেস কিনলে কম না হয়,
চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনি,,,
কিন্তু সে কম হলে ও সেই টাকা দিয়ে তার,, পরিবার এর ২ জন এর ড্রেস কিনতে পারবে,,,,
কিন্তু আমরা তা করি না,,
কি করে বফ কে বাঁশ দিতে হবে।।।।
সেটা চিন্তা করি,,,,
,এই হচ্ছে কিছু কিছু মেয়েরা,,,
হ্যাঁ ভেবেছি কি কখন ও,,
আমার ও কল দেওয়া উচিত,,,
ও কেনো ফোনটা কেটে দিয়ে কল ব্যাক করে সবসময়,,,
কখন ও অনুভব করেছি,,,,,
কেমন লাগে তখন ঐ মুহূর্তে ছেলেটির কাছে যখন
তার পুরো পকেট থাকে ফাঁকা ,,।
অথবা
শেষ ১০০ টাকা বিল দিয়ে
তাকে আগামী ৭ দিন হেঁটে টিউশন করতে যাবে।
তবুও বিলটা সে দেয়।
কারন সে বাবার জাত,,,
একটি গোলাপ তার হাতে দিলে আবেগে সে
খুশিতে আত্নহারা হতে পারে,,,, এবং তার বিপদে এগিয়ে আসলে,,,
তাই বলছি
পুরুষজাতি কে সম্মান করো
তারা ও আমাদের কে সম্মান করবে,,,
( বিঃদ্র ঃ )
পোষ্ট টি যদি আপনার কোনো খারাপ লেগে থাকে
তাহলে সরি মাফ করবেন........ 😞😞😞😞
#হা,,,এটাই ,বাস্তব,,,,,,,,,,
এই পুুস্টে আপনার কোন অনুভূতি থাকলে কমেন্টে জানাবেন
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন